আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের অন্যতম একজন নারি স্থপতি!! ডিজাইন দেখে অবাক হলাম!!

জাহা হাদিদ: ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জাহা হাদিদ স্পেনে পানি ও টেকসই উন্নয়ন শিরোনামের একটি প্রদর্শনীর জন্য নির্মাণ করেন ব্রিজ প্যাভিলিয়ন। আর এই ব্রিজ প্যাভিলিয়ন ২০০৪ সালে তাঁকে এনে দেয় স্থাপত্যের অন্যতম সেরা প্রিৎজকার আর্কিটেকচার পুরস্কার। তিনিই প্রথম নারী এবং মুসলিম, যিনি এই পুরস্কার পেয়েছেন। জাহা হাদিদের জন্ম ইরাকের বাগদাদে ১৯৫০ সালে। আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত থেকে গণিতে ডিগ্রি নেওয়ার পর তিনি লন্ডনের আর্কিটেকচারাল অ্যাসোসিয়েশন স্কুল অব আর্কিটেকচার থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক ডিগ্রি নেন।

পড়াশোনা শেষে কিছুদিন বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করলেও ১৯৮০ সালে নিজেই একটি স্থাপত্যপ্রতিষ্ঠান গড়ে তোলেন। তাঁর নানা কাজের মধ্যে উল্লেখযোগ্য স্থাপনাগুলো হচ্ছে—রোমের ন্যাশনাল মিউজিয়াম অব টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি আর্ট, হংকংয়ের দ্য পিক ক্লাব, কার্ডিফ বে অপেরা হাউস, সুইজারল্যান্ডের নিউ সিটি ক্যাসিনো অব ব্যাসেল, অস্ট্রিয়ার ব্রিগসেল স্কি জাম্প, জার্মানির বিএমডব্লিউ সেন্ট্রাল বিল্ডিং, আমেরিকার কনটেম্পরারি আর্টস সেন্টার অন্যতম। লন্ডনে প্রতিষ্ঠিত তাঁর জাহা হাদিদ আর্কিটেকটসে বর্তমানে ৩০০-এর বেশিকর্মী কাজ করছেন। বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর সেরা ১০০ ক্ষমতাশালী নারীর তালিকায় নাম আছে জাহা হাদিদের। ২০০৯ সালে তিনি বিবিসির রেডিও সংবাদভিত্তিক অনুষ্ঠান টুডের অতিথিসম্পাদক হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।

দারুণ সব কাজ করে যাচ্ছেন জাহা হাদিদ। নিচে কিছু ছবি দিলাম তার করা ডিজাইনের: ১. BMW central building: 2. Bridge pavilion: 3 Maggie's Centre: 4. Nile Tower, Cairo, Egypt৭০ তলা) 5 Zaha Hadid - Latest Design: ইন্টারনেট সূত্র  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.