শহীদ সাংবাদিক দম্পতি সাগর সারোওয়ার ভাইএবং মেহেরুন রুনি আপার কলিজার টুকরা আমাদের প্রিয় মেঘের জন্মদিনে আমার লজ্জা! ক্ষমা করো,প্রিয় মেঘ....................................... ক্ষমা করো........................।
সাগর ভাই, রুনি আপা, কবর থেকে দেখে যান- আমাদের সব সাংবাদিকদের কেন যেন........................ সাহস ইদানিং অনেকটাই গেছে বলে মনে হয়।
আমাদের সাংবাদিকদের কলমের কালি বা ক্যামেরার রিল ছিনিয়ে নিয়েছে মহা ক্ষমতাধর খুনিরা! ছিঃ!ছিঃ!ছিঃ!ছিঃ!ছিঃ!ছিঃ!ছিঃ!ছিঃ!ছিঃ!ছিঃ!ছিঃ!ছিঃ!
অবাক সাংবাদিকতা!অবাক সাংবাদিকতা!অবাক সাংবাদিকতা!অবাক সাংবাদিকতা!
সাগর ভাই, রুনি আপা, মাফ চাইছি। আমাদের ক্ষমা করো প্রিয় বাবা মেঘ।
(কিছু বিবেকেহীনদের কাছে একটা খোলা চিঠি লিখছি! কাউকে আঘাত করার জন্য না,কাউকে খুশি করার জন্যও না! শুধু কিছু বিবেকহীনদের প্রায় মরা বিবেকগুলোকে আরেকবার একটু তাজা করার জন্য! আমার ভাই সিলেট সরকারী মহিলা কলেজের শহীদ অধ্যাপক হারুন-অর-রশিদ হত্যার বিচার পেতে যে কোন সাহসী সংগ্রামে আপনাদের বিশেষ করে বিবেকবান সিলেটবাসীর সমর্থন আমার চাই,চাই,চাই।
আর খুনিদের এবং তাদের আশ্রয়দাতাদের কে বলছি- আমাকে কোন ভয় কিংবা লোভ দেখিয়ে কাজ হবে না,না,না। আবার বলছি- না,না,না,না,না,না,না, না,না,না,না। আমার নাম হাবিবুল্লাহ মিজান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হতভাগা ছাত্র এবং এক নিরীহ সমাজ ও গণমাধ্যম কর্মী। ঢাকা,বাংলাদেশ।
সময়ঃ রাত ৩ টা,৪৫ মিনিট, তারিখ ১৬-০৬-২০১২ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।