আমাদের কথা খুঁজে নিন

   

শহীদ বুদ্ধিজীবী সৌধের পাশে "শহীদ পরিবার" সাইনবোর্ড ঝুলিয়ে বাড়ি আত্মসাৎ

আমি বুঝিনা স্কুলের বাচ্চাদের মত কেন আমাদের সাংসদেরা কাজের কথা বাদ দিয়ে সংসদে বসার জায়গা নিয়ে মনোমালিন্ন করছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী সৌধের পাশে ৩য় কলোনি এলাকায় এফ/১০ নাম্বার বাসাটি "শহীদ পরিবার" সাইনবোর্ড ঝুলিয়ে দখল করা হয় তিন যুগ আগে। এলাকার সবাই তখন জানত - এরা শহীদ পরিবার। প্রকৃতপক্ষে দখলকারী তার শহীদ আত্মিয়কে এই জমি দখলের জন্য ব্যাবহার করে - দখল পাবার জন্য। কালক্রমে শহীদ পরিবারকে অত্যাচার করে - ছলে বলে কৌশলে - এলাকায় প্রভাব খাটিয়ে - তাড়িয়ে দিয়ে খুব সহজেই বাড়ির মালিক বনে যায় আত্মসাৎকারীরা। বাড়ির সামনে ঝুলতে থাকে করুন সেই "শহীদ পরিবার" সাইনবোর্ডটি।

খুব কষ্ট হয় এমনটা দেখে। হায় স্বাধীনতা - হায়রে শহীদ। আস্তে আস্তে পুরাতন সাইনবোর্ডটি খসে পড়ে যায়। শহীদকে ভাঙ্গিয়ে অনেক কিছু করা যায় এই দেশে। এদের কোন শাস্তি হবেনা কখন।

প্রকৃত শহীদ পরিবার হয়ে রইবে ভবখুরে। মুক্তিযুদ্ধের চেতনা কি কখনো সুখকর সৃতি হবেনা প্রকৃত শহীদ পরিবারের জন্য? প্রকৃত শহীদ পরিবার কি এইসব পরিত্যাক্ত সম্পত্তি বরাদ্দ পাবেনা? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.