তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার কর যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যি সঠিক হবে। এই মুহূর্তে বলিউডে তিন খানের পর যে তারকার নাম সোনার হরফে জ্বলজ্বল করে জ্বলছে, তিনি এমরান হাশমি। অনেকের জন্য অবিশ্বাস্য ঠেকলেও এটাই সত্য। এমরান পর পর পাঁচটি হিট ছবির মালিক হয়েছেন। ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই থেকেশুরু।
এরপর দিল তো বাচ্চা হ্যায় জি, মার্ডার ২, দ্য ডার্টি পিকচার, জান্নাত ২ এবং সাংঘাই। মিশ্র সমালোচনার মুখে পড়েও জান্নাত ২ মাত্র তিন দিনে ২৪ দশমিক ৩ কোটি রুপি ঘরে তুলেছে। ‘এমরান হাশমি’-ব্র্যান্ডের কারণেই বুঝি এমন সাফল্য। আর এই ব্র্যান্ডের লোভে পড়ে এবার যশ রাজ ফিল্মস, করণ জোহরের মতো প্রযোজকেরাও ধরনা দিচ্ছেন এমরানের দরবারে। এমন সাফল্য শুধু খানরাই দেখাতে পেরেছিলেন।
করণের ছবি (পরিচালক রেনসিল ডি সুজা) ও যশ রাজ ফিল্মসের ছবিতে (পরিচালক পরমিত শেঠি) এবারই প্রথম অভিনয় করতে যাচ্ছেন এমরান। সুতরাং এমরানকে এখন আর কোনোভাবেই ‘ডার্ক হর্স’ বলা যাচ্ছে না। তিনি এ মুহূর্তে বলিউডের শীর্ষ পাঁচ সুপারস্টারের একজন। আইপিএল-এর রমরমা মৌসুমে চার বছর আগে মুক্তি পেয়েছিল এমরানের জান্নাত। এবারও সেই ছবির সিকুয়্যাল মুক্তি দেওয়া হয়েছে আইপিএলের জমজমাট সপ্তাহে।
প্রযোজক ভাট ও পরিবেশকদের ভরসা ছিল, এমরানের ছবি দর্শক ফিরিয়ে দিতে পারেই না। দর্শক নির্মাতাদের কথা রেখেছে। প্রেক্ষাগৃহে ‘হাউসফুল বোর্ড’ ঝুলছে। স্বয়ং এমরান হাশমিও বিগলিত, আবেগাপ্লুুত তাঁর সাফল্যে, ‘ইচ্ছা করছে ছাদে গিয়ে চিৎকার করে আনন্দ প্রকাশ করি। ’
জান্নাত ২ নিয়ে মহেশ ভাট-মুকেশ ভাটরা তেমন একটা প্রচারণার আশ্রয় নেননি।
বাজি ধরেছিলেন, জান্নাত ব্র্যান্ড, সঙ্গে এমরান হাশমি, শ্রুতিমধুর গান, নতুন নায়িকা এশা গুপ্ত—দর্শক লুফে নেবেই। বাজিতে জিতেছেন ভাট ভ্রাতৃদ্বয়। এমরান বলেন, ‘ভালো গল্পের ছবির জন্য লাগাতার প্রচারণার কোনো মানে নেই। ’ পাঁচটি হিটের পর এমরান কি তাঁর পারিশ্রমিক আকাশ ছুঁই ছুঁই করবেন? ‘ছিঃ আমি অতটা নির্বোধ নই। প্রযোজকদের পথে বসিয়ে আমি অন্তত শান্তিতে ঘুমুতে পারব না,’ এ ব্যাপারে এমরানের জবাব।
তবে জান্নাত ২ নিয়ে সমালোচকদের তির বরাবরের মতো এবারও বেশ তীক্ষ। অনেকে ভেবেই পাচ্ছেন না, ছবির নাম কেন জান্নাত ২ হলো? কারণ, মূল ছবির সঙ্গে এ ছবির আকৃতি-প্রকৃতি কোনো দিক দিয়েই মিল নেই। শুধু পরিচালক কুনাল দেশমুখ আর নায়ক এমরান হাশমি একসঙ্গে আবার কাজ করছেন বলেই যদি জান্নাত ২ হয়, তাহলে তো এ সপ্তাহে হলিউডের ছবি ডার্ক শ্যাডো’স-এর নাম হওয়া উচিত টিম এন্ড জনি পার্ট-১১। জান্নাত ছবির কাহিনি ছিল ক্রিকেটের অন্ধকার জগৎ নিয়ে। আর জান্নাত-২ এ অবৈধ অস্ত্র নিয়ে এমরান ও রনদীপ হুদা চোর-পুলিশের কাহিনিতে জড়িয়েছেন।
ছবির নায়িকা হিসেবে এশা গুপ্ত ছিল পরিচালকের পছন্দ। যদিও শুরুতে প্রাচী দেশাই ছবিটি সই করেছিলেন। তবে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার ভয়ে প্রাচী শুটিংয়ের এক সপ্তাহ আগে কেটে পড়েন। এরপর ভাট ভ্রাতৃদ্বয় বাঙালি অভিনেত্রী পাওলি দামকে নায়িকা চরিত্রে মনোনীত করেন। কিন্তু পরিচালক মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ২০০৭ ইশার মাঝেই খুঁজে পান অ্যাঞ্জেলিনা জোলির অবয়ব।
সুতরাং, পাওলির বিদায়, ইশার আগমন।
ছবির ধরন-ধারণে নিকোলাস কেজের লর্ড অব ওয়ার ছবির ছায়া থাকলেও পুরো চিত্রনাট্যই মৌলিক—এমন দাবি এমরান হাশমির। তিনি বলেন, ‘যাঁরা বলতে চান ছবির কাহিনি নকল, তাঁরা আসলে বিনা মূল্যে প্রচার চান। দর্শককে বোকা ভাবার কোনো কারণ নেই। গল্প, চিত্রনাট্য, অ্যাকশন, গান, অভিনয় সবার ভালো লেগেছে বলেই কিন্তু জান্নাত ২ হিট হয়েছে।
’
এমরান সুপারস্টার হাশমির আগামী মাসেই মুক্তি পাচ্ছে নতুন ছবি সাংঘাই। দিবাকর ব্যানার্জির এ ছবিতে ক্যাটরিনার বিপরীতে নায়ক চরিত্রে এমরানকে নেওয়া হয়েছিল। কিন্তু ক্যাটরিনা এমরানের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানানোর কারণে ক্যাটরিনাকেই ছবি থেকে বাদ দিয়ে দেন পরিচালক। সাংঘাই-এর সাফল্য নিয়েও নিশ্চিত ট্রেড বিশ্লেষকরা। সামনে বিদ্যা বালনের সঙ্গে কমেডি ছবি ঘনচক্কর, বিপাশা বসু-জ্যাকলিনের সঙ্গে রাজ ৩সহ আরও বেশ কটি ছবিতে দেখা যাবে এমরানকে।
সব মিলিয়ে এমরানের বৃহস্পতি এখন তুঙ্গে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।