আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত “BENGALI TERRORISTS STATES ENEMIES ” যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ‘দি টেলিগ্রাফে’ এই ছবিটি গুরুত্ব সহকারে দুই দিন আগে ছাপানো হয়। মিয়ানমারের দাঙ্গার সাথে বাঙালিদের (বাংলাদেশীদের) নাম আগেও জড়ানো হয়েছে। পৃথিবীর সবচাইতে অবহেলিত জাতি রোহিঙ্গাদের বিপদে তাদের পাশে দাড়িয়ে, তাদেরকে আশ্রয় দিয়েই আমরা সন্ত্রাসী হয়ে গেলাম? কোথায় এখন জাতিসংঘ? কোথায় আমেরিকা? মায়ানমারে তেলের খনি থাকলে হয়ত তাদের দেখা মিলতো। বার্মাতে দাঙ্গার খবর সারা দুনিয়ার সংবাদ মাধ্যমে প্রকাশ হয়, কিন্তু সেখানে প্রাধান্য পায় কেবলই দাঙ্গার ছবি। কী কারণে হচ্ছে, কী করনীয়, সরকারের ভূমিকা কী ইত্যাদি বিষয়ে বিশদ খবর সামান্যই পাওয়া যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।