বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এ কথা। হারারেতে ১৫ জুন জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৭ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুশফিকুর রহিমের দলের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ১৮ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও এক দিন এগিয়ে এসেছে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার তৃতীয় দল দক্ষিণ আফ্রিকা। ১২ জুন রাতে জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ দল। দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের কোচ রিচার্ড পাইবাসের এটাই প্রথম অভিযান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১২৩৮ঘ.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।