আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষনা করলাম আমি।

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......

আগামি ৬ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্থান কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। ইতি মধ্যে বিসিবি তাদের ২৬ সদস্যর বাংলাদেশ দল ঘোষনা করেছে। আর কয়দিন পর তাদে ১৫ সদস্যর দল ঘোষনা করবে। এরপর মূল একাদশ তৈরি করবে বিসিবি। এবার আমার তৈরি বাংলাদেশ দলের মূল স্কোয়াডটা দেখুন। ০১. তামিম ইকবাল (ব্যাটসম্যান) ০২. শাহরিয়ার নাফীস (ব্যাটসম্যান) ০৩. আফতাব আহম্মেদ (ব্যাটসম্যান) ০৪. সাকিব আল হাসান(অল রাউন্ডার) (সহ অধিনায়ক) ০৫. অলক কাপালি (অল রাউন্ডার) ০৬. মুশফিকুর রহিম (ব্যাটসম্যান) (উইকেট কিপার) ০৭. মাহমুদুল্লাহ রিয়াদ (অল রাউন্ডার) ০৮. নাইম ইসলাম (অল রাউন্ডার) ০৯. মাশরাফি বিন মর্তুজা (ফাষ্ট বোলার) (অধিনায়ক) ১০. আব্দুর রাজ্জাক (স্পিনার) ১১. সৈয়দ রাসেল (ফাষ্ট বোলার) ১২. শাহাদাৎ হোসেন (ফাষ্ট বোলার) (দ্বাদশ খেলোয়াড়) ইচ্ছে করলে শ্রীলংকার সাথে মো: আশরাফুলকে নিতে পারেন। কারন শ্রীলংকার সাথে তার পারফরম্যান্স ভালো। [sb]বিঃদ্রঃ আপনারাও আপনাদের পছন্দের দলটা তৈরি করতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.