আমি যা আছি তাই ভালো। :) আমার আগের এই ব্লগে সুন্দরী সুন্দরী সাপ দেখে অনেকই বর্ণনা সহ লিখতে বলেছিলেন। আজ তাই অল্প কিছু সাপের বর্ণনা নিয়ে এই পোস্টের অবতারণা। যারা সাপ ভয় পান তারা এই পোস্ট থেকে ১০০ হাত দূরে থাকুন।
এই যে সুন্দরী লম্বা নাক ওয়ালা সাপটিকে দেখছেন এনার নাম হচ্ছে Long-nosed Whipped Snake ( Ahaetulla nasuta)।
এনাকে হয়ত অনেকেই চিনে থাকবেন কারন আমাদের দেশে অনেক সময় বাশ এর সাথে পেছিয়ে থাকতে এদেরকে দেখা যায়। এরা ভারত,শ্রীলংকা,মায়ানমার,থাইল্যান্ড সহ দক্ষিন এশিয়ার অনেক দেশেই এদেরকে দেখা যায়। এরা সাধারনত চুপচাপ,শান্ত প্রকৃতির। অনেকটা ড্যাম কেয়ার ভাবে চলে। এদের কামড় বলতে গেলে খুবই কম বিষাক্ত।
তবে খুব ডিস্টার্ব করলে ছবির মত হা করে আপনাকে ভয় দেখাতেও পারে।
এই অসাম লুকিং সাপটি মেক্সিক্যান। এরা সর্পরাজ্যের অন্যতম একটি উপপ্রজাতি। এদেরকে পানির কাছাকাছি থাকতে দেখা যায়। একেবারেই অবিষাক্ত।
খাওয়ার জন্য এরা ইদুর,পোকামাকড় দরকার হলে ধাড়ি বিষাক্ত সাপ ও খেয়ে ফেলে। দের শরীরে প্রকৃতি গত ভাবেই মারাতেক বিষ হজম করার শক্তি রয়েছে। এদেরকে সাধারনত নেলসন’স মিল্কস্নেক( (Lampropeltis triangulum nelsoni) বলা হয়।
ব্লাক মাম্বা। সবচেয়ে বিষাক্ত সাপ গুলোর মধ্যে অন্যতম।
এটি খুব দ্রত আক্রমণ করে এবং আহত ব্যক্তি খুব দ্রুতই মারা যান। এটি একটি আফ্রিকান সাপ। তবে এরা মানুষের আশে পাশে থাকতেই বেশি পছন্দ করে ,তবে গাছে উঠতেও এদের ভালই মজা লাগে। এরা সবচেয়ে বেশি স্পীডি। তাই এদেরকে রেস্পেক্ট জানিয়ে মানে মানে জান বাচিয়ে দূরে থাকাই ভাল।
বৈজ্ঞানিক নাম Dendroaspis polylepis)
রাজকীয় নেকযুক্ত সাপ। এরা নিশাচর,পাহাড়ি এলাকায় পাথরের আড়ালে থাকতেই বেশি পছন্দ করে। এরা সাধারনত অন্য প্রজাতির সাপ খেয়ে বেচে থাকে(স্বজাত্য বোধ একদমই নাই)। এরা অবিষাক্ত। মানুষের একদমই ক্ষতি করে না।
(গুড বয় )বৈজ্ঞানিক নাম Diadophis punctatus regalis।
এদেরকে প্যারাডাইজ ফ্লাইং স্নেক বলা হয়। এদেরকে মুলত থাইল্যান্ড,মায়ান্মার,ইন্দনেশিয়া এসব অঞ্চলে পাওয়া যায়। এরা সাধারনত অনেক আর্দ্রতাযুক্ত বন-বাদাড়ে ঘুরে বেড়ায়,খুবই অলস প্রকৃতির এবং অবিষাক্ত। বৈজ্ঞানিক নাম Chrysopelea paradisi।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।