সম্ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে অসম্ভবকে নিয়ে বাঁচতে চাই!! আগেই বলে রাখি,
পহেলা বৈশাখের তিনটে বজ্রপাতে আমার শিক্ষা হয়েছে!
তা হল...
"বাধাহীন প্রকৃতিতে প্রতিভার ধান ছড়িয়ে দিবেন না;
অচেনা পাখি উড়ে এসে জুড়ে বসতে পারে।
সাবধান!!!!"
দিনটা ১৪ই এপ্রিল,২০১২-শনিবার। অনেক ঘোরাঘুরির পর ভরদুপুরে রমনায়
কড়ই গাছের ছায়ায় কাজিনরা বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ সবার আবদার,আমাকে
আমার একটা কবিতা আবৃত্তি করতে হবে। অনেক ধানাইপানাই করলাম কিন্তু
কোন লাভ হল না।
শেষটায় শুরু করলাম...
...............আহেম এহেম হুম হুম...............
বৈশাখের প্রথম আস্ফালনের .........
উদ্দাম মলয় ঝাঁপটা......
প্রথম দেখায় বুঝতে পারি নি......
অঙ্গজুড়ে লেপটে থাকা.........
পরিধেয়ের মাপটা!! ......
এলোমেলো হাওয়ায় ওড়া চুল। ...
উজল রোদের ঝিলিমিলি আলো;......
চোখ বাঁকিয়েও বুঝতে পারি নি.........
বর্ণিল তোমার চুলের রঙে আলো......
নাকি শুধুই কালো!...
অঙ্গ তোমার বাসন্তি রঙা। ......
রোদ আর রঙে চোখ ধাঁধাঁয়। ......
ভ্রূলতার সন্ধিতে ঐ লাল টিপ,......
প্রতিমা তোমায় লাগছে ভীষণ!! ............
বাঁধতে পারে নি কোন বাঁধায়। ......
পরী তুমি আমাআআ.....................
আবৃত্তি করতে করতে নিজের মাঝে হারিয়ে গিয়েছিলাম......
হঠাৎ কোত্থেকে এক সুন্দরী ললনার আবির্ভাব।
বাঁধা পড়ায় বিরক্ত
হলাম। >_<
==ওয়াও ওয়াও!! ভাইয়া,আপনি এতো ভাল আবৃত্তি করেন!! আমি মুগ্ধ!!
থামলেন কেন? আবার একটু করেন না প্লিজ!
ভাবলাম--নিশ্চই টিটকারি মারতেছে। আমি কখনই ভাল আবৃত্তি করতে পারি
না। এই প্রথম কারো প্রশংসায় অবাক হলাম!! তবুও ভদ্রতার খাতিরে...
==ধন্যবাদ আপু। তবে এখন আর করতে ইচ্ছা করছে না।
আর কিছু
বলবেন??
==না মানে...ইয়ে!! ভাইয়া, আমি কিন্তু আপনার চেয়ে ছোট। আমাকে তুমি
করে বলতে পারেন।
খাইছে আমারে!! মাইয়া কয় কি !!!
!!!(প্রথম বজ্রপাত)!!!
==না না ঠিক আছে। আচ্ছা আপু(জোর দিয়ে) আপনার আর কিছু বলার না থাকলে যেতে
পারেন।
==হুম যাচ্ছি।
তবে আপনি যে কবিতাটা আমার জন্য লিখেছেন তা আমি
জানি।
!!!(দ্বিতীয় বজ্রপাত)!!!
==মানে?? কি বলেন এইসব!! আজব তো!! এই কথার মানে কি??
==তাহলে আপনি আমার দিকে তাকিয়ে আবৃত্তি করছিলেন কেন??
==দুঃখিত! ভুল করে বোধহয় চোখ পরে গিয়েছিল।
==না না ভুল করে না। আপনি অনেকক্ষণ তাকায় ছিলেন!!
!!!(তৃতীয় বজ্রপাত)!!!
আল্লাহ আমারে বাঁচাও! নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে বাঁচালাম......
==আজকের বাঙালি সব ললনার সাথেই এটা মেলে। সবারই যে
এক বসন...এক রঙ ...এক ঢঙ...!!
আমার কবিতাটি তাই সবার জন্যই
সবার তরে----
'''_____উৎসর্গিত____'''
(১৩-০৪-১৩)
~~~~~~~~~~~~~~~~~~বিহঙ্গ~~~~~~~~~~~~~~~~~~~~
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।