আমাদের কথা খুঁজে নিন

   

পহেলা বৈশাখ



বোশেখ মাসের প্রথম প্রহর গতানুগতিক অন্য যে কোন দিনের মতই প্রবাস জীবনের আমার। মন আমার ছুটে যায় স্বপ্নের সোনার বাংলায় পাল তোলা নৌকার সারি, ওপারে বৈশাখী মেলা হরেক রকম খাবার, তাল পাতার বাঁশি, টাট্টু ঘোড়া, নাগরদোলা বায়েস্কোপ আর হরেক রকম খেলা। নাই সেখানে কোন বৈশম্য খুশির জোয়ারে উপচে পরা ভীর। বন্ধু সবাই, কেউ কারো নয় ধর্ম শত্রু, সেই মেলা শুধু মানুষের মেলা, রাম রহিমের মেলা। সেখানে প্রশ্ন জাগেনা মানুষ ছাড়া আর কোন জাত আমাদের ছুটে যায় মন আমার সেই মেলাতে। খোকার হাওয়াই মিঠাই খুকির রঙিন ফিতে নব বধুর লজ্জা রাঙা মুখ নাগোরদোলায় চড়া। কাল বোশেখীর ঘনঘটা অসীম সাহসী যুবক যুবতীর ভ্রুক্ষেপ। বোশেখ মাসের প্রথম প্রহর মন আমার ছুটে যায় স্বপ্নের সোনার বাংলায়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।