আমাদের কথা খুঁজে নিন

   

অল্প স্বল্প হাসি

:আমি আর স্কুলে যাব না আব্বু। ঃ কেন? পড়াশুনা করতে ভালো আগে না? ঃতা নয়। স্কুলের স্যাররা কিছুই জানে না। সব সময় পড়া আমাকেই জিজ্ঞেস করে। এক ছেলে তার গাধা দুটোকে মাঠে চরাতে নিয়ে যাচ্ছিল।

দুই পুলিশ তা দেখে বলল, কি হে, ভাইদের নিয়ে বেড়াতে যাচ্ছ? ছেলে কোন কথা বলল না। পুলিশ দুটি তখন আবার বলল, গলায় দড়ি শক্ত করে ধরে আছ কেন, পালিয়ে যাওয়ার ভয়ে? এবার মুখ খুলল ছেলেটি, না, পালিয়ে গিয়ে পুলিশে ভর্তি হওয়ার ভয়ে। ফুটপাথে দাড়িয়ে চিরুনি বিক্রি করছে এক হকার। ঃনিয়ে যান। নিয়ে যান।

দারুন চিরুনি নিয়ে এসেছি। যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবেন। এটাকে ভাজ করুন, দোমড়ান, মোচড়ান, হাতুড়ি দিয়ে বাড়ি মারুন কিছুতেই কিছু হবে না। হকারের কথা যারা শুনছিল তাদের একজন বলল, অনেক কথাই তো শুনলাম। এবার একটা কথা বল তো? এটা দিয়ে চুল আচড়ানো যাবে? বাবাঃ এই চেরি গাছটি কে কেটেছে? ছেলেঃ আমি।

বাবাঃ দাঁড়া দেখাচ্ছি মজা। ছেলেঃ বাবা, শাস্তি আমার প্রাপ্য। কিন্তু এ কথা কি সত্যি নয় যে, ওয়াশিংটন বাল্য বয়সে একটি চেরি গাছ কেটে ফেলেছিলেন এবং সত্য স্বীকার করায় তার বাবা তাকে ক্ষমা করেছিলেন? বাবাঃ সত্যি। কিন্তু কাঁটার সময় গাছের উপর তার বাবা বসে ছিলেন না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।