শেষ বার যখন তোমার হাত ধরে আকাশের বুকে ফেলেছিলাম দীর্ঘশ্বাষ - তুমি তাকিয়েছিলে কয়েকবার..... পূনর্জন্মের মত ফিরে আসা হয়নি আর, শরীরের বিকেল হলে মনের ভিতরকার এই যে আকুতি- কেন ঢেউ হয়ে ধেয়ে আসে ? মনের যে ভুল গুলো করেছি সকাল সকাল তার কি প্রায়শ্চিত্ত হয় কখনো ? জীবনের না পাওয়া গুলো নিয়ে শঙ্কিত হয়নি কখনই- শুধু ভেবেছি এভাবেই যদি হারিয়ে যায় সবকিছু মানুষ হিসাবে আমি দাড়াবো কোথায় ? মানুষ হিসাবে আমার অর্জনই বা কতটুকু? ভালোবাসলে হিসাবের গন্ডি থেকে যায় বরাবরই ধরাছোয়ার বাইরে- ভালোবেসে তাই হিসেবি হয়নি কোনদিন- কিছু নেই তবু তো আছে শরীরের বৃত্ত ভুলে অশরিরী ভালোবাসা, এক জীবনে সে না শেষ হয় ! না ফুরোয় !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।