আমাদের কথা খুঁজে নিন

   

শরীর আর দেহ!!!

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

বিড় বিড় করে ,গুন গুনিয়ে কোথায় যেন একটা টান!!! বেয়ে চলে , আমি সিক্ত হই টানে , অনেক বহুজনের শরীর আমায় ভাসায়, আমার মন!! দেখে দেখে ক্লান্ত পথের মধ্যে কত কি?? রিকশা কেন আস্তে চলে না, সঞ্জিব দা গায়। আমিও ধরি, আমিও ভাসি গানে!! কত পথ, কত বাঁক কত টান, কত কি? লাল, নীল, সাদা কালো। ভালো সব ভালো!!! মাথার ভেতর ঘুন পোকা!!! শরীর আর দেহ ভাঁজ , বাঁক , ঝাঁক!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।