প্রিয় টাইগার,
তোমাদের যখন এই চিঠি লিখছি তখন তোমরা আকাশ পথে। একটা ত্রিদেশীয় টি-টুয়েন্টি খেলতে হারারে তে যাচ্ছ তোমরা। আর আমরা কোটি বাঙালি তোমাদের দিকে আবার চেয়ে থাকব ১৮ জুন থেকে। তোমরা আমাদের এখন নতুন করে স্বপ্ন দেখাচ্ছ। ২২ মার্চের রাতের সেই দুঃস্বপ্ন এখনও আমাদের তাড়া করে।
৩মাস পর আবার তোমরা মাঠে নামবে লাল সবুজের পতাকার প্রতিনিধি হয়ে। এবার প্রেক্ষাপট একটু ভিন্ন। নতুন কোচের ১ম এসাইনমেন্ট। সাকিব আবার বিশ্রামে। আমরা আমাদের জান আমাদের প্রাণ সাকিব আল হাসানকে মিস করব এই টুনার্মেন্ট।
তবুও আমরা জানি নতুন কোচের অধীনে মাঠের ১১ টাইগারই আমাদের নিরাশ করবে না এবারও। তোমাদের জন্য কোটি জনতার রইল শুভকামনা।
[পাদটীকা:গত জিম্বাবুয়ের সফর আমাদের জন্য মোটেও সুখকর হয় নি। একমাত্র টেস্ট ও ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের সেই ফলাফল আমাদের প্রত্যাশায় ছিল না। আশা করব এবার তোমরা প্রত্যাশা মত প্রতিদান দেবে।
] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।