আমাদের কথা খুঁজে নিন

   

টাইগাররা টাইগারের বেশে কোয়ার্টার ফাইনালে যাক

প্রতিটা মানুষেরই জীবনের কোনো না কোনো সময়ে একবারের জন্য হলেও পাখি হওয়ার ইচ্ছে জাগে। ‘পাখি যদি হতাম আমি, ঘুরতাম সারা বিশ্ব রে!’ -ছড়াকাররা এমন করে পাখি হওয়ার বাসনা প্রকাশ করেছেন। সে বাসনা ছড়িয়ে গেছে আমাদের প্রাণেও। পাখি হয়ে সারা বিশ্ব ঘুরে দেখার বাসনা থেকেই

দশম বিশ্বকাপ খেলছে ১৪টি দল। ৭টি করে দল দুই গ্রুপে বিভক্ত।

কোয়ার্টার ফইনাল খেলবে ৮টি দল। প্রতি গ্রুপ থেকে ৪টি। কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য প্রতি গ্রুপে বরাদ্দ আছে ৪টি করে দরজা। এই ৪টি দরজার যে কোনোটি দিয়ে যে কোনো দল ঢুকে যেতে পারে কোয়ার্টার ফাইনালের জগতে। ‘এ’ গ্রুপে নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া যথাক্রমে এক, দুই, তিন ও চার নম্বর দরজাটি দখল করে আছে।

যে দরজা দিয়েই হোক এ চারটি দলই কোয়ার্টার ফাইনালে যাচ্ছে এটা নিশ্চিত। কিন্তু তালগোল পেকে আছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ যথাক্রমে এক, দুই, তিন ও চার নম্বর দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর ইংল্যান্ড প্রতিটি দরজার আশেপাশে ঘুরঘুর করছে যে কোনো একটি দরজা দখল করার জন্য। বেশ কিছু হিসাব আছে এই গ্রুপে।

আপাতত দক্ষিণ আফ্রিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। বাংলাদেশের কোয়ার্টার ফইনাল সহজ হয়ে যাবে যদি আজ ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ড হেরে যায়। ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ড হেরে গেলে বাংলাদেশ তো বটেই বাকি তিনটি দলেরও রাস্তা পরিষ্কার। হিসাব থাকবে শুধু কে কোন দরজা দিয়ে কোয়ার্টার ফাইনালে ঢোকে। ইংল্যান্ড যদি জিতেও যায় তবুও সুযোগ থাকছে বাংলাদেশের।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে তবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার একটি দরজা তাদের জন্য পরিষ্কার হয়ে যাবে। ওদিকে ইংল্যান্ডের কাছে হেরে যদি ওয়েস্ট ইন্ডিজ আবার ভারতকে হারিয়ে দেয় তবে ওয়েস্ট ইন্ডিজের কোয়ার্টার ফইনাল নিশ্চিত এবং ভারত ও ইংল্যান্ডের ভাগ্য ঝুলে যাবে। নেট রানরেটের হিসাব দেখতে হবে তখন। এই মুহূর্তে নেট রানরেটে এগিয়ে আছে ভারত। বাংলাদেশ যদি আবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় এবং আজ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতে যায় তবে বাংলাদেশের বিশ্বকাপ গ্রুপ পর্বেই শেষ।

বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার কাছে হারার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজও বাকি দুম্যাচে হেরে যায় তবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সমান হয়ে যাবে। সেক্ষেত্রে নেট রানরেটের হিসাব করতে হবে। এবং এই হিসাবে বাংলাদেশের কোর্য়াটার ফইনালের কোনো সম্ভাবনা নেই। আবার বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার সঙ্গে জেতে এবং ওয়েস্ট ইন্ডিজ বাকি দুম্যচেই হেরে যায় তবে গ্রুপ পর্বেই শেষ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ। যদিও ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ আজই অনেকটা পরিষ্কার করে দেবে ‘বি’ গ্রুপের হিসাব তবুও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

ইংল্যান্ড আজ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলে সেটা বাংলাদেশের জন্য উল্লাসের উপলক্ষ হলেও পুরো দেশবাসী চায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টাইগাররা টাইগারের বেশে কোয়ার্টার ফাইনালে যাক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।