নোয়াখালীর বেগমগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে সিএনজি চালিত অটোরিক্সা ও যাত্রীবাহী আধুনিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে।
আজ দুপুরে উপজেলার বাংলাবাজার এলাকার দারোগার রাস্তার মাথা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দূর্ঘটনায় নিহতরা হলেন, সিএনজি যাত্রী নারগিস (২১), সালেহ্ আহম্মদ (৫০), ইয়াছিন (২৬), সিএনজি চালক আনোয়ার হোসেন (২৪) ও অজ্ঞাত একজন।
বেগমগঞ্জ থানা পুলিশ জানায়, লক্ষ্মীপুর থেকে চৌমুহনীগামী মালবাহী ট্রাক ও চৌমুহনী থেকে লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী আধুনিক পরিবহন বাংলাবাজার এলাকার কালিকাপুর দারোগার রাস্তার মাথায় পৌঁছালে সিএনজি চালিত যাত্রীবাহী অটোরিক্সাটি ট্রাক ও বাসের মাঝখানে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী।
দুর্ঘটনায় ঘটনাস্থলে নারগিস, সালেহ্ আহম্মদ, সিএনজি চালক আনোয়ার নিহত হন।
গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও অজ্ঞাত একজনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ দূর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিক্সাটি উদ্ধার করেছে। দূর্ঘটনার পর বেলা দুটা থেকে স্থানীয় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।