আমাদের কথা খুঁজে নিন

   

অবিশ্বাস্য রকমের দুর্দান্ত ও কোপাকুপি একখান জুক্স ( না পড়লেই মিস)

পেতে চাই সত্যের আলো, হতে চাই বিশ্বাসীদের একজন বাবা আর ছেলের কথকপকথনঃ- বাবাঃ আমার জন্য একটা ড্রিঙ্কস নিয়ে আসো তো দোকান থেকে । ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ? বাবাঃ ঠাণ্ডা অফকোর্স ! ছেলেঃ বাবা পেপ্সি নাকি কোক ? বাবাঃ পেপ্সি ছেলেঃ বাবা বোতলের নাকি টিনের ? বাবাঃ বোতলের , ছেলেঃ বড় বোতল নাকি ছোট বোতল ? বাবাঃ ছোট বোতল , ছেলেঃ আচ্ছা বাবা নরমাল নাই ডায়েট ? বাবাঃ ধুরু , লাগবেনা যা পানি নিয়ে আস একটা , ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ? বাবাঃ অফকোর্স ঠাণ্ডা , ছেলেঃ বাবা খাওয়ার পানি নাকি ইয়ুজ করার জন্য ? বাবাঃ মাইর খাবি এখন !! ছেলেঃ বাবা হাত দিয়ে নাকি লাঠি দিয়ে ? বাবাঃ বেশি কথা বলস , যা ভাগ সামনে থেকে , ছেলেঃ বাবা দৌড় দিয়ে ভাগব না হেটে হেটে ? বাবাঃ বেয়াদব , দিন দিন জানোয়ার হইতাসস ! ছেলেঃ কোন জানোয়ার ? কুত্তা নাকি বিলাই ? বাবাঃ আমি এখন তোরে জবাই করবো , যা বলসি !! ছেলেঃ বাবা চাকু দিয়ে নাকি বটি দিয়ে ? বাবাঃ বটি দিয়ে !! ছেলেঃ টুকরা টুকরা নাকি বড় বড় পিস ? বাবাঃ হারামি তুই যাবি ?? ছেলেঃ বাবা একলা যাব নাকি তোমার সাথে যাব ? বাবাঃ তোর উপর থাডা পরুক ! ছেলেঃ বাবা ভুমিকম্প নাকি বজ্রপাত ? বাবাঃ ওহ খোদা আমার হার্ট এ পেইন হচ্ছে ! ছেলেঃ বাবা হসপিটাল এ নিয়ে যাব নাকি ডক্টর ডাকব ?? বাবাঃ পানি দে আমাকে ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ? বাবাঃ নরমাল ছেলেঃ বাবা খাবে নাকি ইয়ুজ করবে ?? ......... আর লিখতে পারলাম না লিখলেই বাপ টা মরে যাবে ফেসবুক থেকে। আমার যত কৌতুকঃ এবং কিছু কমন কৌতুক একজন মানুষের জীবনে যত টেনশন কিছু কমন কৌতুক আরও কিছু কমন কৌতুক এবং কিছু কমন কৌতুক মাঝরাত্তিরে কমন কৌতুক আবার কিছু কমন কৌতুক চরম একখান কৌতুক ছাগু আর রাজাকারগো লাইগা কৌতুক আরেকখান চরম কৌতুক আবার কিছু চরম কৌতুক সেইরকম একটা কৌতুক মদনকাণ্ড ও শৌচকর্ম কোপাকুপি একখান জুক্স(১৮+, যেই বলদে পড়ব না হের বাইচা থাকর অধিকার নাই আমার যত রম্য গল্পঃ তথ্যমন্ত্রির ঘড়ি টিভি অথবা একজন নোয়াখাইল্যার গল্প  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.