সত্য যে কঠিন,কঠিনেরে ভালোবাসিলাম ।
ম্যাচ শুরু হলো । বিছানায় শুয়ে পা নাড়িয়ে নাড়িয়ে টিভি দেখছি । সবমিলিয়ে আমরা ছয়জন । প্রথম চার ওভার শেষে ফেসবুকে স্ট্যাটাস দিলাম - projected score 500 ! দ্রুতই পরিস্থিতি নাজুক হতে লাগলো ।
সবার চোখেমুখে সেকি উদ্বেগ ! ২০০ রান হবে কি হবে না এই নিয়ে চিন্তার যেন শেষ নেই । আমাকে দেখে অন্যরা খুব বিরক্ত হলো কারণ আমি ছিলাম নিরুদ্বেগ । তোতাপাখির মত কেবল বলেই যাচ্ছি যে ২৫০ হবেই । যেন টাইগারদের ভাগ্য আজ আমি লিখছি ! কেন যেন একমূহুর্তের জন্যও মনে হয়নি ২০০'র নিচে অলআউট হবো । ২য় ইনিংসে আয়ারল্যান্ড যখন জেতার (অন্যদের চোখে) খুব কাছাকাছি চলে গেল তখন অন্যদের অবস্থা দেখে আমার হাসিই পাচ্ছিলো ।
কেউ সজোরে পায়চারি করছে,কেউ আল্লাহ্ আল্লাহ্ করছে আর জাকির বেচারাতো টেনশনে একটু পরপর বাথরুমে দৌঁড়াচ্ছে ! এদিকে আমি হিসাব করছি কত রানে জিতবো ! মূহুর্তেই মনে হলো আমার মধ্যে অস্বাভাবিকতা শুরু হয়েছে । এবার মাথায় টেনশন আনতে চেষ্টা করলাম । কিন্তু কিছুতেই কিছু হলো না । ওদের ৩ উইকেট বাকি থাকতে আমার শুধুই মনে হচ্ছে কেউ না কেউ নিশ্চয়ই হ্যাট্রিক করবে । কোন অবস্থায়ই বাংলাদেশ আজ হারবে না ।
শেষ পর্যন্ত আমার বিশ্বাসের জয়ই হলো । ব্যবধানটা আরেকটু বড় হলোনা এই যা ! হে খোদা , আমাদের টাইগাররা হারবে না - এই বিশ্বাসটা যেন আমার সবসময় থাকে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।