আমাদের কথা খুঁজে নিন

   

অবিশ্বাস্য নাটক যেন ??????



আর্জেন্টিনা এবং প্যরুর ম্যাচটির জন্য দির্ঘ্যদিন মনের মধ্যে যেন নিম্নচাপ হচ্ছিল, আমার স্থানীয় সময় কাকভোরে খেলাটি শুরু হবে তাই রাতে একটুও ঘুম হয়নি। বেশ ভাল খেলেও দ্বিতীয়ার্ধের ২য় মিনিটে গোল পায় ম্যরাডোনার দল ,বেশ স্বস্থিবোধ করে নড়েচড়ে বসি, এরপর শুরু হয় নাটকীয় আবহাওয়া,মুশলধারে বৃস্টি আর বাতাস ,বাতাসের প্রকোপ এতোই বেশীছিল যে পেপার পলিথিন দেধারছে মাঠের মধ্যে নৃত্য গীত গাইতে ছিলো, এ অবস্থাতে নির্ধারিত শেষ মিনিটে প্যারু গোল দিলে ১-১ এ চলে আসে খেলা অর্থাৎ বিদায় ম্যারাডোনা, বিদায় আর্জেন্টিনা, সারা স্টেডিয়াম তথা ম্যারাডোনা শিবিরে নেমে এসেছিলো বিদঘুটে কালো ছায়া । মনের অজান্তেই কখন যেন বল্‌লাম বিদায় আর্জেন্টিনা বিদায়, ভৎস্যনা দেব কি করে? কারন ওরা যে বেশ ভালো খেলছিলো, মিনিট খানেক যেতে না যেতেই সারা স্টেডিয়াম আনন্দের বন্যায় ভেসে উঠলো,আর বৃষ্টি ভেজা মাঠে ফুটবল সম্রাট দৌড় এবং উপূড় হয়ে ঝাপ দিয়ে যে দৃশ্য দেখালেন প্রিয় পাঠক তা না দেখলে মিস্‌ করবেন ।সর্বপরি আনন্দ নিয়েই কম্পিউটারে লিখতে বসা, এখন ঘুমাবো, সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন,দিনটি কাটুক সবার চমৎকার ,প্রত্যাশায় - প্রবাস৩৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.