নিজেকে অসাধারন ভেবে প্রতিটা দিন শুরু করে দিন শেষে ফিরে পাই, আমি একজন খুব সাধারন। অতি সাধারন একজন। ছোটবেলায় মনে পড়ে না কিছু হতে চেয়েছিলাম কিনা। এখনো ঠিক এমনই আছি। পুরাতন যে কোন কিছু খুব ভালবাসি।
নতুনকেও সর্বদা স্বাগতম জানাতে কোন ক্লান্তি নেই। খুব সাধারন এক
অবিশ্বাস্য মজা।
সুরঞ্জিত বাবুকে নিয়ে অবিশ্বাস্য ব্যবফক মজা।
বিশ্বাস না হইলে তখন বইলেন।
cat মানে বিড়াল।
dog মানে কুকুর।
rat মানে ইঁদুর।
কিন্তু Suranjit (সুরঞ্জিত) মানে কি?
মজার ব্যাপার হইল গুগল ট্যান্সলেশনে Suranjit অর্থ দেখাচ্ছে "নিহত"
আমরা জানলাম Suranjit মানে "নিহত"
বিশ্বাস না হইলে দেখেন.... http://translate.google.com/ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।