এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
পৃথিবীর সবচেয়ে ক্ষুদে পাখি হামিং বার্ডের কথা আমরা অনেকেই জানি । তবে এই পাখির গতি যে জঙ্গি বিমানের চেয়েও বেশী এটা কজনই বা জানে ! নতুন এক গবেষণায় জানা গেছে যে, স্ত্রী হামিং বার্ডকে আকৃষ্ট করতে গিয়ে পুরুষ হামিং বার্ড তার কিছু বাহাদুরি দেখিয়ে থাকে । এর মধ্যে একটি হচ্ছে উঁচু থেকে শাঁই শাঁই করে নিচের দিকে নেমে আসা । ঐ ভেলকি দেখানোর সময় পুরুষ হামিং বার্ড যে গতিতে নেমে আসে, তার কাছে জঙ্গি বিমানের গতিও নস্যি হয়ে যায় !! Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।