হারতে শিখিনি কোনদিন । হারবও না । হয়তো আমার কোন কোন লেখা দেখে ভাববেন আমি বয়সী কেউ । যার বয়স অন্ত্যত ২৫-৩০ ! কিন্ত না আসলে আমার বয়স ১৬ এবং ক্লাস নাইনে পড়ি (যদিও ১০ এ পড়ার কথা )আমি পড়ছি বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ উচ্চবিদ্যালয়,কাপাসিয়াতে । লেখালেখি করি লেখাপড়ার পাশা-পাশি ।
দেশকে নিয়ে ক্লাসের বাইরে একটু ভাবি । তাই একটু বড়দের মত লেখা হয়ে যায় । তবে এখন থেকে আর বড় দের মত লেখতে যাব না । সময় না হলে কোন কাজই পাকামী করে আগে আগে গিয়ে করতে হয় না ।
লেখালেখি করি অথবা যাই করি না কেন ক্লাসের পড়া আমাকে ঠিক ঠিক সময়েই তৈরী করতে হয় ।
একটুও আগে পিছনে করা চলে না । একটু দেরী করে করলে কপালে খারাবী থাকে । যেহেতু পিসিতে আমাকে বেশী সময় কাটাতে হয় তাই আমার পিসিতে রেখেছি আমার লেখাপড়ার উপাদান ।
বাংলা ডিকশনারী সফটওয়্যারঃ- ইংরেজি সকল শব্দের অনুবাদ রয়েছে এ সফটওয়্যারটিতে । ইংরেজি বই যখন পড়ি তখন কোন শব্দের দরকার হলেই এ সফটওয়্যারটি ওপেন করি ।
ই-বুকঃ- ই-বুক হল ইলেক্টিক বই । যেটি কাগুজে বইয়ের ডিজিটাল ভার্সন । আমি আমার পিসিতে অসংখ্য ইবুক রেখেছি । যেগুলো আমাকে লেখাপড়ায় সাহায্য করছে । ইবুকের মধ্যে আছে আমার ক্লাসের বইগুলোর নোট/ গাইড ।
গাইড/নোট গুলো সরা-সরি আমাকে লেখাপড়ায় সহায়তা করছে । এগুলো টাকা দিয়ে বাস্তবে কিনলে আমাকে অনেক টাকা গুনতে হত । কিন্ত ইবুকের কল্যানে একদম ফ্রি পেয়েছি ।
ওয়েব সাইটঃ - কোন কিছু জানার দরকার পড়লে ওয়েব সার্চ দেই গুগুল দিয়ে । বেরিয়ে আসে সে সম্পর্কিত নানা তথ্য ।
অনেক সময় বইয়ে যা লেখা আছে তার থেকে আরো বেশী বিস্তারিত তথ্য পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটে।
ফেসবুক ঃ- আমাকে পরোক্ষ ভাবে হলেও সাহায্য করে । ফেসবুক ইউজ করেন আমার অনেক স্যার এবং সহপাঠীরা । তাদের কাছ থেকে লেখাপড়ায় সহযোগীতা পাই । বিভিন্ন নোট শেয়ার করি ।
ব্লগঃ- আমার প্রিয় সামহোয়্যারইন ব্লগ আমাকে লেখাপড়ায় পরোক্ষ নয় প্রত্যক্ষভাবেই সহযোগীতা করছে । এখানে আমার বইয়ে যা শিখি তার থেকেও বেশী শিখতে পারি বিভিন্ন ব্লগারের লেখা পড়ে । আমেরিকার সবচেয়ে গোপন জায়গা এরিয়া ৫১ এর বিস্তারিত আমি এখান থেকেই জানতে পেরেছি । যার অল্প একটু মাত্র ক্লাসে বসে স্যারের কাছ থেকে জেনেছিলাম ।
এভাবে আমি আমার পিসিকে বানিয়ে নিয়েছি আমার লেখাপড়ার উপযোগী ।
যতক্ষনই পিসিতে থাকি , লেখাপড়ার সাথেই থাকি । জানার জগৎটা এভাবে প্রশস্ত থেকে প্রশস্ত করি । মাতৃভূমি ছেড়ে তা প্রশস্ত হয় মহাবিশ্বে , অগনিত নক্ষত্রে ।
এই কাজটা সব ছাত্রের করা উচিত । যারা লেখা-পড়া করতে চায় তারা এভাবেই করবে ।
ফাকিবাজেরাই সব জায়গায় ফাঁকির জায়গা খুজে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।