আমাদের কথা খুঁজে নিন

   

আবারও পিসিতে গ্রামীণ ফোন ফ্রি নেট চালান ।

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । গ্রামীণ ফোন ফ্রি ইন্টারনেট বন্ধ । তাই আমি আপনাদের সামনে হাজির হলাম ফ্রি ইন্টারনেট বিষয়ক একটি টিউন নিয়ে । শুরুতে বলে নিই এর চেয়ে ভাল আপাতত পারলাম না ।

আজ আমরা ফ্রি ইন্টারনেট ব্যবহারের জন্য সবার পরিচিত একটি সফটওয়্যার ব্যবহার করব , যার নাম - “Your Freedom ”। তো শুরু করা যাক -
১। প্রথমে এখান থেকে Your Freedom এ রেজিস্ট্রেশন করুন । রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার ইমেইল এ লগইন করে Your Freedom account  একটিভ করুন । বলে রাখা ভাল প্রতিটি account আপনি ২ ঘণ্টা ব্যবহার করতে পারবেন ।

তাই আপনার প্রয়োজন মত account খুলে নিবেন , প্রতিটি account এর জন্য একটি ইমেইল লাগবে । ২ ঘণ্টা হওয়ার পূর্বেই আপনাকে লগ আউট করতে হবে কারন আপনি যদি ২ ঘণ্টা লিমিট অতিক্রম করেন তাহলে কয়েক ঘণ্টার জন্য আপনার পিসিতে Your Freedom ব্যবহার করতে পারবেন না । অনেকটা PD PROXY- র ১০০  mb এর মত ।
২ । এবার Your Freedom ইন্সটল করার পালা ।

দুই নিয়মে আপনি Your Freedom ইন্সটল করতে পারেন । Windows full installer এবং Windows installer । Windows full installer ব্যবহারের জন্য java প্রয়োজন নেই কিন্তু Windows installer এ অবশ্যই java প্রয়োজন । আমরা Windows installer ব্যবহার করব কারন আমাদের ডাটা কানেকশন দুর্বল । Windows installer (Size: 2.07 MB) ডাউনলোড করে ইন্সটল দিন ।

 java ইন্সটল দিয়ে নিন (যদি ইন্সটল না থাকে ) ।
৩। আপনার মডেমে APN- gpinternet  সেটিং করুন । এরপর মডেম কানেক্ট করুন ।
৪।

Your Freedom ওপেন করুন । Configure এ ক্লিক করুন । এবার Proxy Settings এ ক্লিক করুন । Proxy Address দিন - 127.0.0.1   Port- 8000 , Proxy Type- HTTP/HTTPS .


৪। এবার Account Information এ ক্লিক করুন ।

আপনার Freedom account  এর Username , password দিন ।

৫। এবার Server connection এ যান । Connection mode  DNS  সিলেক্ট করুন । Wizard এ ক্লিক করুন ।



৬। Select Protocols এ HTTPS , HTTP , DNS সিলেক্ট করুন . Next এ ক্লিক করুন ।

৭। Looking for freedom server massage দেখাবে । কিছুক্ষণ অপেক্ষা করুন ।

অনেক গুলো server দেখাবে । আপনার পছন্দমত দেশের একটি server সিলেক্ট করুন । Next এ ক্লিক করুন ।

৮। এরপর Save and Exit এ ক্লিক করুন ।



৯। Ports থেকে Web proxy port – 8080  সিলেক্ট করুন ।

১০। Start connection এ ক্লিক করুন । মুহূর্তের মধ্যে এটি কানেক্ট হবে ।



১১। এবার Browser এ HTTP Proxy – 127.0.0.1  Port- 8080 দিন এবং use this proxy server for all protocols সিলেক্ট করুন ।
 
১২ ।   IDM এ HTTP Proxy – 127.0.0.1  Port- 8080 দিন এবং HTTPS  Proxy – 127.0.0.1  Port- 8080 দিন ।
কোন server স্লো মনে হলে আপনি অন্য server ব্যবহার করুন ।

আর মনে রাখবেন প্রতিটি server এ port- 53 এবং Protocol – DNS হবে । সিমে টাকা রাখবেন না , কেটে নিবে ।

 
ব্যস্ততার কারনে পোস্ট করতে দেরি হওয়ায় আমি দুঃখিত । ক্ষমা করবেন ।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.