I deem them mad because they think my days have a price... আমার এক বন্ধু আছে যে সকালে নাস্তা সাইরা গেম খেলতে বসলে অইদিন তারে আর খুঁজে পাওয়া যাবেনা এইটা প্রায় সিউর। বিকাল চারটার দিকেও যদি তারে নিয়মিত আড্ডার আসরে আসার লাইগা ফোন দিই সে অনায়াসে বলবে এইতো দোস্ত আরেকটু বাকি আছে,তোরা চা-টা খাইতে থাক, আমি আসতেছি। যাই হোক সবার ই কম বেশি এইরকম গেম খেলার বাতিক আছে। কিন্তু পুরাতন গেম খেলতে খেলতে যখন মাথা চক্কর দিয়া উঠে,তখনই দরকার পড়ে নতুন গেমের। কিন্তু এত কষ্ট কইরা দুনিয়ার সব হাবিজাবি সাইট ঘুইরা এত বড় সাইজের গেম নামাইয়া যখন দেখেন গেমটি পিসিতে চলতাছে না তাহলে মেজাজ টা যে তখন কিরকম বিলা হইয়া যায় তা না কইলেও বুঝি গো মিয়াভাই।
হের লাইগাই পুরাই চেপা কেরকেরা একখান সমাধান লইয়া আইলাম----
১। মনে করেন mediaval ii : total war kingdoms গেমটা ডাউনলোড করবেন কিন্তু জানেন না ওইটা আপনার পিসি তে চলবে কিনা???তাইলে প্রথমে নিচের লিংকটাতে গুতা মারেন —
গুতা দেওয়ার লিংক
২। গুতা মারার পরে যে নতুন উইন্ডো খুলল ওইটা দেখেন দেখতে নিচের ছবির জিনিসটার মতন। এখন এই খানে দুইটা খালিঘর দেখবেন। ছবিতে দেখানো ১ নং ঘরটাতে টাইপ কইরা দেন যে আপনে কি গেম খেলতে চান অথবা ২ নং ঘরের পাশের বক্স থেকে গেমটার নাম সিলেক্ট করে দেন।
(যেমন আমি ছবিতে mediaval ii:total war kingdom leikha দিলাম)
৩। এরপরে ছবিতে দেখানো ৩ নং ঘরে অর্থাৎ যেখানে can u run it?? লেখাটি আছে সেখানে ক্লিক করেন। ব্যাস আপাতত আপনার কাজ শেষ। এখন ৩০ সেকেন্ড নাক ডাইকা ঘুমাইয়া লন কারন এই ৩০ সেকেন্ড আপনার পিসির কনফিগারেসান যাচাই করা হবে।
৪।
যাক ৩০ সেকেন্ড পরে ঘুম থেইকা উইঠা দেখেন রেজাল্ট আইয়া বইসা আছে। আপনার পিসিতে গেমটা চলব কি চলবনা সব ইনফরমেসান চইলা আইছে। নিচের ছবিতে দেখেন আমার পিসিতে mediaval ii গেমটা দৌড়াইব(চলব) বইলা কইতাছে।
এইবার আর কোন কাম নাই। গেম চললে নিশ্চিন্ত অইয়া ডাউনলোড করেন, আর না হইলে আর কি করবেন??নেটে তো আর গেমের অভাব নাই, অন্য গেম খুজেন।
পুরাই চেপা কেরকেরা......। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।