আমাদের কথা খুঁজে নিন

   

“সুইসাইড টুরিজম”

”ওয়ালস্ট্রিট দখল-আন্দোলন : পুঁজিবাদের পতন-ঘণ্টা ও আমাদের নিষ্ক্রিয়তা” শিরোনামে ব্লগের এক ভাইয়ের লেখার http://www.amarblog.com/Aryank/posts/140687 সঙ্গে সংহতি জানাতে গিয়ে আসলে লেখাটা লিখলাম। ” সময় খুব কম বিধায় লেখাটা ছোট হলো। কিছুদিন পুর্বে ইটালির কম্যুনিস্ট পার্টির প্রাক্তন নেতা সুইজারল্যান্ড গিয়ে ”সুইট ডেথ” নামে খ্যাত এক ক্লিনিকে ডাক্তারদের সহায়তায় আত্নহত্যা করলেন। ইটালিতে এরকম আত্নহত্যা নিষিদ্ধ। তাই অনেকেই এ জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে সুইজারল্যান্ডে পাড়ি জমান।

এ বৎসর নাকি সরকারি হিসাবে ২০ জনেরও অধিক লোক ইটালি থেকে সুইজারল্যন্ড গিয়ে ”সুইট ডেথ” বরণ করেছে। সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকেও নাকি প্রতিবৎসর বহু লোক এই ”সুইট ডেথের” উদ্দেশ্যে সুইজারল্যান্ড আসেন। সাংবাদিকরা তাই এই ভ্রমণকে নাম দিয়েছেন ”সুইসাইড টুরিজম”। মনে মনে ভাবি, যেসব দেশে আসার জন্য বা বসবাসের জন্য মানুষ জীবনকে বাজি রাখে, সেই সব দেশের লোকরা পাড়ি জমায় সুইসাইড টুরিজমের উদ্দেশ্যে ভিনদেশে! পশ্চিমা বিশ্বের লোকেরা শান্তির আশায় সারা বিশ্বকে শোষন করে নিজের দেশকে সাজিয়েছে ও গড়েছে সম্পদের পাহাড়। তারপরও সোনার হরিন নামক সেই শান্তির সন্ধানে তাদেরকে বেছে নিতে হচ্ছে আত্নহত্যাকে।

সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় মানবতাবাদি ও অন্যতম ধনী দেশ ”সুইডেন” এ নাকি আত্নহত্যার হার সবচেয়ে বেশী। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন ”আলা বি জিকরিল্লাহে তাতমাইন্নাল কুলুব” অর্থাৎ এক মাত্র আল্লাহর জিকিরেই(স্বরন) অন্তর প্রশান্তি লাভ করে। কোরআনের সেই বানী এই মুহুর্তে আবারও কেনো যেন মনে হলো এবং মনে পড়ে গেলো আমার এক ইটালিয়ান বন্ধু যথেষ্ট সম্পদের অধিকারী , । কোরআনের সেই বানী ”আলা বি জিকরিল্লাহে তাতমাইন্নাল কুলুব” এর কথা মনে করে জিজ্ঙেস করেছিলাম। শান্তি কাকে বলে তা কি তুমি জানো ? উ্ত্তরে সে বলেছিলো জীবনে একবার সেই শান্তি পেয়েছিলাম এক অরন্ন বনে একাকি ভ্রমন করার সময়।

সেই বনে নিরিবিলি ঘাসের মধ্যে একা শুয়ে আকাশের দিকে তাকিয়ে যে শান্তি পেয়েছিলাল তা আজও আমার মনে পড়ে। তাকে জিজ্ঙেস করলাম, ডিস্কোবারে যাওয়া,সুন্দরী মেয়েদের সঙ্গে আনণ্দফুর্তী করা এসব তাহলে কি ? সে বললো এগুলো হচ্ছে ফুর্তি বা আনন্দ , শান্তি নয়। ”সোবহানআল্লাহ” হাতে নাতে পবিত্র কোরআনের সেই বানীর বাস্তবরুপ যেন দেখতে পেলাম। মনে মনে ভাবলাম বিধর্মী হয়েও অন্তত সে পবিত্র কোরআনে বর্নীত ”শান্তির” মর্ম সে বুজেছে যা নাকি মোসলমান হয়েও আমরা অনেকে বুঝতে পারেনি। শান্তি বলতে আমরা অনেকেই শুধু অর্থবৃত্ত ও ঐশর্য্যকেই বুঝি।

আর তারই সন্ধানে ন্যায়-অন্যায়,হারাম-হালালের কোন ধারই ধরছি না। পরিশেষে আল্লাহপাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন । লিখেছেন: ' দেশী৪৩২' @ মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০১১ (২:০২ পূর্বাহ্ণ) http://www.peaceinislam.com ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।