আমার মৃত্যুর জন্য অশ্রু পড়েনা দু'ফোটা ধরিত্রীর বুকে
আমার মৃত্যুর জন্য কারো কারো মন হাসে নি:শব্দ সুখে
আমার মৃত্যুর জন্য পূর্ণতা পায় সেই বৃদ্ধার অভিশাপ
আমার মৃত্যুর জন্য ঘুচে যায় আমার জন্মের মহাপাপ
আমার মৃত্যুর জন্য বিদায় নেয় এক অনাহুত সন্তান
আমার মৃত্যুর জন্য তোমার চোখে মুক্তির লোবান
আমার মৃত্যুর জন্য ঝামেলা যত, সাড়ে তিন হাত মাটি খোঁড়াখোড়ি
আমার মৃত্যুর জন্য আরেকটি অপমৃত্যু দেখবে বুড়ো পৃথিবী
আমার মৃত্যুর জন্য কারে করব দায়ী জাগে সংশয়
আমার মৃত্যুর জন্য বোধকরি কেউই দায়ী নয়, আবার ভাবি
আমার মৃত্যুর জন্য দায়ী তুমি, তুমি কিংবা তুমি
আমার মৃত্যুর জন্য হয়ত দায়ী এ দু:খবিলাসী আমি
আমার মৃত্যুর জন্য আমাকেই মিথ্যা লিখতে হয়
আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়. . .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।