আমাদের কথা খুঁজে নিন

   

সুইসাইড নোট

শাতিলের পাতায় আপনাকে স্বাগতম হাতে তেমন কোন জরুরী কাজ না থাকলে পড়ে দেখতে পারেন। কারন যতই পড়বেন ততই জ্ঞ্যান বাড়বে। সেটা যত অখাদ্য লেখাই হোক না কেন। ফেবুতে আমি http://www.facebook.com/nafissadique.shatil প্রিয় অবন্তী তুমি আমার কতটা প্রিয় হয়ত তুমি জানো। অথবা জানার অভিনয় কর।

তোমার অভিনয় অনেক নিখুত। এতটাই নিখুত যে তোমার আর আমার কথা যারা জানে তারা সবাই বলেছিল "আহা মেয়েটা তোকে কত্ত ভালবাসে । তুই শুধু ওকে কষ্ট দিস। " হা হা। এখন সেই সব কথা ভাবলেই হাসি লাগে।

ভাবি তুমি কতটা সুনিপুন অভিনয় করে গেছ আমার সাথে। এতদিন ধরে। এত দীর্ঘ সময় ধরে। ১-২ দিন নয়। পুরো ৪ টা বছর ধরে।

না আমি বলব না যে তুমি আমাকে ঠকিয়েছ। তুমি আমাকে কখনই ধোকা দাওনি। আমি তোমাকে কখনো ঘৃনা করিনি। আর করতেও পারব না। কিন্তু বেচে থাকলে তো সারা জীবন তোমাকে ঘৃনা করেই বেচে থাকতে হবে।

যেটা আমার পক্ষে কখনই সম্ভব না। শেষ দিন তোমার সাথে দেখা হইছিল তুমি আমাকে বলেছিলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে তোমার স্মৃতি ফিকে হয়ে যাবে। হ্যা। হয়ত যাবে।

কিন্তু আমার হৃদয়ের কোনায় যে ক্ষতটা তুমি সৃষ্টি করেছ কোন মাইটোসিস কোষ বিভাজন এই ক্ষত পূরন করতে পারবে না। আমার সব কিছুতেই তোমার ছোয়া লেগে আছে। আমি কখনই চাইনি তুমি স্মৃতি হয়ে যাও। তাই এই কঠিন সিদ্ধান্ত নিলাম। অনেক কঠিন।

জানি তোমার জন্য আমার জীবন ধংস করার অধিকার আমার নাই। কিন্তু আমাকে আজকে অনধিকার চর্চা করতেই হবে। তুমি কোন চিন্তা করোনা। কেউ তোমার কথা জানতে পারবে না। তাই পুলিশি ঝামেলায় তোমাকে পরতে হবেনা আশা করি।

সবাই জানবে পড়াশোনার অতিরিক্ত চাপের কারনে আমি সুইসাইড করেছি। হা হা। সবাইকে কত সহজে বোকা বানাচ্ছি দেখেছ? এইবার অন্তত তুমি আমাকে চালাক বলতে বাধ্য হবে। ভাবতেই ভাল লাগছে। অনেক কষ্টে ঘুমের ওষুধগুলা ম্যানেজ করছি।

আশে পাশে যত দোকান ছিল সব গুলা থেকে ২ টা করে কিনেছি। কি করবো কেউ ২ টার বেশি দেয় না। বোকা ওষুধওয়ালা। যাই হোক । ভাল থেকো তুমি।

আমার একটা শেষ ইচ্ছা ছিল তোমার মুখ থেকে সেই শব্দ টা শোনা। যেটা আমি বারবার শুনতে চাইতাম তোমার কাছে। জানি সেটা সম্ভব না। আচ্ছা আমি যাই। [তোমার নামটা পরিবর্তন করে দিলাম বলে রাগ করোনা প্লিজ।

তোমার নিরাপত্তার জন্যই এটা করতে হয়েছে আমাকে। ] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।