মনের সব স্বপ্নগুলো একদিন বাস্তব হয়ে ধরা দেবে, আমি সেই বিশ্বাসে বিশ্বাসী। সমাবেশের স্থান ও মাইক ব্যবহারের অনুমতির বিষয়ে কথা বলতে গিয়ে আজ শনিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনারের (ডিএমপি) সাক্ষাত্ পাননি বিএনপির প্রতিনিধিরা। এ দাবি করে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি না পেলেও দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১১ জুন সমাবেশ হবে।
আজ সকাল ১০টার দিকে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল ডিএমপির কমিশনার বেনজির আহমেদের সঙ্গে সাক্ষাত্ করতে যান। প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপির সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী ও আবুল খায়ের।
বিএনপির প্রতিনিধিদলের নেতারা ডিএমপির কার্যালয় থেকে ফিরে এসে সাক্ষাত্ পাননি বলে জানান। জয়নুল আবদিন ফারুকের ভাষ্য, ১৮ দলীয় জোটের ১১ জুনের সমাবেশের স্থান বরাদ্দ ও মাইক ব্যবহারের অনুমতির বিষয়ে ডিএমপির কমিশনারের সঙ্গে কথা বলতে তাঁরা সেখানে যান। কিন্তু ডিএমপির কমিশনার তাঁদের সাক্ষাত্ দেননি। তাঁদের বলা হয়েছে, ডিএমপির কমিশনার ব্যস্ত।
জয়নুল আবদিন ফারুক প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা মহাসমাবেশের অনুমতি পেয়েছি কি না, জানি না।
অনুমতি যদি না-ও দেয়, ১১ জুন বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে মহাসমাবেশ হবেই হবে। ’ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।