Foorti bomb হতে সংগৃহীত....
উপস্থাপিকাঃ সুপ্রিয় দর্শক, আমাদের বিশেষ অনুষ্ঠান 'অভিজ্ঞতার আলো'য় আপনাদের স্বাগতম । এই অনুষ্ঠানে বিভিন্ন মানুষ তাদের অভিজ্ঞতা শেয়ার করে থাকেন । আজ আমাদের সাথে আছেন জনাব 'সেইফ আলী' । তিনি একজন ছিনতাইকারী বিশেষজ্ঞ । না প্রিয় শ্রোতা, তিনি মোটেই ছিনতাইকারী নন ।
তবে তিনি বেশ কয়েকবার ছিনতাই এর শিকার হয়েছেন । আসুন তার অভিজ্ঞতার কথা জানা যাক ।
জনাব সেইফ আলী সাহেব, প্রথমেই আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনার অভিজ্ঞতা শেয়ারকরতে আগ্রহ প্রকাশ করার জন্য ।
সেইফ আলীঃ আফা, আফা, আমারে যাইতে দেন আফা । আমি এ অনুষ্ঠান করতে চাই না ।
প্লিজ আমারে যাইতে দেন । এসব আমার ভাল্লাগে না ।
উপস্থাপিকাঃ তা বলুন তো, সেইফ আলী, আপনার রিসেন্ট হাইজ্যাক হওয়ার ঘটনাটা বলুন তো....
সেইফঃ আফা... আফা... আমারে ছাইড়া দেনআফা । দোহাই আপনের এগুলা আমার ভালো লাগে না । ক্যান আমারে জোর কইরা ধইরা নিয়া আসলেন ?
উপস্থাপিকা আহাঃ এত উতলা হবেন না।
আচ্ছা বলুন তো আপনাকে শেষ কে বা কারা ধরেছিল ?
সেইফঃ জি, মলম পার্টি ধরছিল ।
উপঃ ওঃ, আপনি এখন ঠিক আছেন তো ?
সেইফঃ জি, সম্পূর্ণ ঠিক আছি, এই তোমাত্রই ফুটবল খেইলা আসলাম ।
উপঃ কিন্তু আপনার পায়ে তো ব্যান্ডেজ ! স্টুডিওতেও দেখলাম ক্র্যাচে করে এলেন !
সেইফঃ দেখতেছেনই তো পায়ে ব্যান্ডেজ । তাইলে আবার জিগান ক্যান ??
উপঃ ও তাই তো, স্যরি... আচ্ছা ব্যাথা কি এই পায়ে ?
সেইফঃ জি না, ব্যাথা অন্য পায়ে, তবে এই পায়ে এমনেই ব্যান্ডেজ লাগায়া রাখছি ।
উপঃ বলেন কি ! এরকম কি হয় নাকি !
সেইফঃ না হইলে জিগান ক্যান ? এই পায়ে ব্যাথা না হইলে কি শখ কইরা ব্যান্ডেজ লাগাইছি ?
উপঃ ও আচ্ছা... আচ্ছা... তো জনাব সেইফ আলী, বলুন তো মলম পার্টির ওরা কি আপনাকে হঠাত্ করেই ধরেছিল ?
সেইফঃ জি না, দুইদিন আগে কুরিয়ার কইরা একটা দাওয়াত কার্ড পাঠাইছিল ।
আর হাইজ্যাকের দিন একটা SMS দিয়া রিমাইন্ডার দিছিল ।
উপঃ বলেন কি ! এও সম্ভব ?
সেইফঃ আরে না... সম্ভব না... আরে ওরা হঠাত্ কইরা ধরবে না ত কি টেলিভিশনে বিজ্ঞাপন দিয়া ধরবে ??
উপঃ ও, তাই তো... আচ্ছা আপনি কি তখন অপ্রস্তুত অবস্থায় ছিলেন ?
সেইফঃ জি না, তখন আমার বামহাতে একটা শটগান আর ডাইনহাতে একটা কাটা রাইফেল ছিল । আর গায়ে একটা বুলেটপ্রুফ জ্যাকেটও ছিল ।
উপঃ আরে ! আপনি কি সবসময় এসব নিয়ে চলাফেরা করেন নাকি ?
সেইফঃ জি না, শুধু মাসের প্রথম রবিবার আর শেষ মঙ্গলবার দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এভাবে চলি ।
উপঃ কি বলছেন এসব !!
সেইফঃ আরে ওরা অপ্রস্তুত অবস্থায় ধরবে না তো কি করবে ? মানুষ কি ওদের মোকাবিলা করার মানসিকতা নিয়ে রাস্তায় চলাফেরা করে নাকি?
উপঃ ও সেটাও ত কথা... আচ্ছা ওরা কি অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল ?
সেইফঃ জি না, দুইটা রজনীগন্ধার স্টীক নিয়া আসছিল ।
উপঃ বলেন কি ! ফুল নিয়া হাইজ্যাক?
সেইফঃ নারে ভাই... অস্ত্র নিয়া আসবে নাতো কি নিয়া আসবে !! এইটা কোন প্রশ্ন হইলো ?
উপঃ আচ্ছা... আচ্ছা... ওরা কি এসেই আপনার কলার চেপে ধরে বললো, যা আছে সব দিয়ে দে ?
সেইফঃ জি না, তা বলবে কেন ? ওরা এসে আমার হাত চাইপ ধরে বললো আমরা তোমাকে ভালবাসি । তোমাকে ছাড়া আমরা বাঁচব না ।
উপঃ বলেন কি ! ওরা এরকম প্রেমের কথা বলতে লাগল ! নারে আফা আপনি যা বলছেন ওরা সেটাই বলছে, এছাড়া আর কি বলবে ?
উপঃ ও, হ্যাঁ তাই তো... আচ্ছা কলার ধরার পর কি আপনি বুঝতে পেরেছিলেনওরা মলম পার্টি ?
সেইফঃ জি না, আমি ভাবছিলাম ওরা কোন টেইলারিং দোকানের দর্জি । আমার কলারের মাপ নিতাছে ।
উপঃ কিন্তু ওরা ত বলেছিল যা আছে সব দিয়ে দে...
সেইফঃ আমি ভেবেছিলাম ওরা আমার কলারের মাপ দিতে বলতেছে ।
উপঃ কিন্তু ওদের হাতে তো অস্ত্র ছিল...
সেইফঃ তাহলে আপনিই বলেন, ওরা অস্ত্র ঠেকাইল আমার কলার ধইরা ঝাঁকাইল তাইলে আমি কেন বুঝবনা ? এইটা কেমন প্রশ্ন ?
উপঃ ও তাই তো, আচ্ছা সেইফ আলী সাহেব আপনি কি ওদের মোবাইল টাকা পয়সা সব দিয়ে দিলেন ?
সেইফঃ জি না, শুধু একটা হাসি দিলাম আর দুইটা বুকডন দিলাম ।
উপঃ বলেন কি ! সত্যি ?
সেইফঃ নারে আফা... এগুলাই দিছি.. এগুলা ছাড়া আর কি দিব ?
উপঃ আচ্ছা, ওরা তারপর টাকাপয়সা সব নিয়ে নিল ?
সেইফঃ না... টাকাপয়সা নিবে কেন ? ৫০০ টাকার একটা নোট ছিল ঐটা ভাঙ্গায়া দিল আর কতগুলা ছিঁড়া ২ টাকার নোট ছিল ওগুলা পাল্টায়া দিল ।
উপঃ সিরিয়াসলি !!
সেইফঃ আরে... না.. না... টাকাপয়সা নিবে না ত কি করবে ?
উপঃ আর মোবাইল ? মোবাইল নিল না ?
সেইফঃ না, শুধু মোবাইল নাম্বারটা নিল । আর বলল কখনো মনে পরলে আমারেমিসকল দিবে ।
উপঃ কি বলেন! মোবাইল নিলো না ?
সেইফঃ আরে, নিবে না ক্যান !! এইটা কেমন প্রশ্ন ?
উপঃ আচ্ছা, সব নেয়ার পর ওরা কি আপনার চোখে মলম লাগিয়ে দিল ?
সেইফঃ জি না, চোখে কাজল লাগিয়ে দিল ।
লাগানোর পর একটা আয়না ধরে বললো, 'কি ভাইয়া, সুন্দর হইছে না?'
উপঃ কি বলছেন ! সত্যি সত্যি কাজল মেখে দিল ?
সেইফঃ আরে বাবা ! কি মুশকিল ! কাজল কেন মাখবে ? ওরা কি কাজল পার্টি নাকি ? ওরা মলম পার্টি । মলম ছাড়া কি মাখবে ?
উপঃ আচ্ছা, আচ্ছা... মলম লাগানোর পর কি আপনার চোখ জ্বলতে শুরু করলো ?
সেইফঃ না, আগে কিছু মাইগ্রেনের ব্যাথা ছিল, ঐটা চইলা গেল ।
উপঃ ওয়াও... আপনি তো খুব লাকি ।
সেইফঃ আফা... আমি আর যাই হই লাকি না... লাকি হইলে আপনার এসব প্রশ্নের উত্তর দিতে হয় আমারে !!
উপঃ এরপর কি হল ? ওরা কি আপনাকে রাস্তায় ফেলে চলে গেলো ?
সেইফঃ না... ওরা এরপর আমারে আশুলিয়ায় বেড়াতে নিয়ে গেল...
উপঃ বলেন কি ! আশুলিয়ায় ?
সেইফঃ জি, আশুলিয়া দিয়া ফ্যান্টাসী কিংডমে...
উপঃ ওয়াও... সত্যি !!
সেইফঃ নারে ভাই... আমার কি আর সেই কপাল আছে......(দীর্ঘশ্বাস)
Moral: হাইজ্যাকার এবং টক শোর উপস্থাপক হতে সাবধান !! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।