আমাদের কথা খুঁজে নিন

   

ঝড়ের আলো

রিজওয়ানুল ইসলাম রুদ্র ঝড়ের আলো সবটুকু আলো জ্বেলে কী দেখছো তুমি? তুমুল ঝড় চারদিকে, কিছুই অবশিষ্ট নেই জানি তবুও বিমূর্ত ঝড়ের আলোয় পারদের আয়নায় প্রতিফলিত মৃত্যু সমুদ্রশ্বাপদের তাণ্ডব আর বাইরে কি তুমুল ঝড়! উড়ে যাচ্ছে মুমূর্ষু ইকারাসের ডানা ও মায়াকাল এত সবকিছুর পর আরো কত কী! কবে দেখবো সূর্য আর রোদের সকাল? তোমার বিবর্ণ ঠোঁটে অশ্রুর চিহ্ন... উঠছে কেঁপে ঝড়ের মাঝে, চিৎকার করে ডাকছে একদল মায়ানেকড়ে দূরে কোথাও অপার্থিব ঢেউ নিঝুম দ্বীপের নিঃসঙ্গ রাজকন্যা দেশলাই জ্বালে মেঘের ওপারে... আগুন জ্বলে ওঠে আকাশের শরীরে তবুও ক্ষুধার্ত মানুষ জেগে থাকে মৃত্যুর আশায় এই নির্ঘুম, দুঃসহ, জঘন্য ঝড়োসন্ধ্যায়!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।