২৬) ঝড়ের পর
আকাশ জুড়ে কালো মেঘেদের উড়াউড়ি
ক'দিন একটানা বৃষ্টিতে কেমন বদ্ধ জীবন যাপন।
কিযে অস্হির আনাগোনা মেঘেদের ।
ঝড় এর পূর্বাভাস রেডিও তে।
১,২,৩ করে ৭ নং বিপদ সংকেত।
উন্মনা হয়ে থাকে নতুন বিয়ে হওয়া মেয়েটা।
ওর মানুষটা সমুদ্রে গেছে।
ঘর থেকে বাহিরে খুব বেশীদুর যায়নি ও,
গেলো মাসেই মানুষটা ওদের গ্রামে গ্যাছিল।
ওখানেই ওকে দেখে ।
সেদিনই ওদের বিয়ে।
ওর নাম আকাশী।
আকাশী দুরের আকাশের দিকে তাকায়।
কালো মেঘ গুলো খুব কাছের মনে হয়।
ও ঘর বাহির করতে থাকে অস্হিরতায়।
মানুষটা আজ আসবে।
বৃষ্টি নামার একটু আগেই সে আসে।
হাতের ঝুলানো ব্যাগটায় কত কিছু।
একটা ছাপার সুতীর শাড়ী।
আকাশী খুশীতে দুলতে থাকে।
ওদের ঘরটার উপর আজ কোন বিপদ সংকেত!
প্রজাপতি আর ফুলে ফুলে ছাপানো শাড়ী পড়ে
আকাশী এ কোন ঝড়ের মুখোমুখি আজ!
বৃষ্টির শব্দের সাথে ভেসে যাচ্ছিল ওর
প্রতীক্ষার কান্নারা।
বেঁচে থাকার কি সুন্দর সময়।
ঝড় কি এলো তবে আকাশ ছাপিয়ে?
সব বিপদ সংকেত তুচ্ছ করে
আকাশী আর ওর মানুষটা
আনন্দের ভেলায় ভাসতে থাকে।
ঝড়ের দুইদিন পর
কয়েকজন মানুষ ওদের খুঁজে পায়।
প্রজাপতি আর ফুলে ফুলে ছাপানো শাড়ীটায়
বাঁধা দুইটা সুখী মানুষ
ঘুমিয়ে ছিলো।
দুজনে হাতে হাত ধরে ছিলো।
ওদের ঘরটা যেখানে ছিলো
নদী এসে গেছিল সেখানেও।
নদী আর কত চাই তোমার?
আর কত ঘর?
আর কত মানুষ?
আকাশী আর ওর মানুষটা একান্তে
কিছু সময় চেয়েছিলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।