মিথ্যেবাদী নই, প্রেমিক আমি ! তোর দেখায় ভুল ছিল ।
গোধূলির ম্রিয়মান আলোয়,
সূর্যের মুখ দেখে তুই ভেবেছিলি-
বুঝিবা সূর্যোদয়ের প্রহর এলো;
কিন্তু সূর্যটা ডুবেই গেল ।
ওটা সূর্যোদয় নয়-
সূর্যাস্ত ছিল
তোর অনুভবে ভুল ছিল-
দখিনা সমীরণ যখন এলো,
হৃদয়জুড়ে ভালবাসা নিয়ে-
তুই প্রচণ্ড আবেগে কাঁপছিলি ।
হঠাৎ পবনের গতি গেল বেড়ে,
আকাশ হল একখণ্ড অন্ধকার ।
যাকে তুই ভেবেছিলি-
দখিনের মৃদু বাতাস,
তা ছিল ঝড়ের পূর্বাভাস।
তোর বলায় ভুল ছিল ।
সেদিন মেঘলা বিকেলে,
যখন বৃষ্টি হচ্ছিল;
তুই চেয়েছিলি-
কারো হাত ধরে ভিজতে ।
তুই ডেকেছিলি, কেউ আসেনি
তুই সেদিন বোঝাতে পারিসনি-
তোর ডাকে হৃদয়েরটান ছিল ।
তাইতো সারাটিক্ষন-
তোকে একাই ভিজতে হল ।
তোর ভালবাসায় ভুল ছিল ।
সেখানে “স্বপ্ন” বেশি ছিল,
আর “বাস্তবতা” ছিল ক্ষুদ্র অংশ-
তাই সেটা ‘মিথ্যে আশা’ হয়ে রইল ।
কোন দার্শনিক,কোন উপমাতে-
এর সংজ্ঞা দিতে পারেনি ।
মৃত্যুর মুখ দর্শনের মতোই
তোর এই ভালবাসা-
চিরকাল ধ্রুব সত্য ।
আজ হঠাৎ পথের পাশ থেকে,
কুড়িয়ে নিয়ে পথের মানুষকে-
আপন করে নিলি ।
নিঃস্ব এই কবির নেই-
তোর ব্যথা মোছার ক্ষমতা ।
শুধু তোর কষ্টের দিনে,
দিতে পারে উপহার-
একটি তুচ্ছ কবিতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।