আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশি কৌতুক ২ - সাহসী ক্যাপ্টেন

মানুষের জন্য কাজ করতে ভালবাসি....বিনিময়ে একটু শান্তি চাই.....। একটা বড় পালতোলা জাহাজ সমুদ্রে ভ্রমন করছিল । তখন জাহাজের উপরের মাস্তুল থেকে এক নাবিক চিৎকার দিয়ে বলল - দূরে জলদস্যুদের একটা জাহাজ দেখা যাচ্ছে । জাহাজের ক্যাপ্টেন সাথে সাথে গর্জে উঠে চিৎকার করে বলল - আমার প্রানপ্রিয় নাবিকেরা যুদ্ধের জন্য প্রস্তুত হও । তারপর জাহাজের ক্যাপ্টেন তার অ্যাসিস্ট্যান্ট কে বলল - আমার লাল শার্টটা তাড়াতাড়ি নিয়ে এসো যাও । অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করল - কেন ক্যাপ্টেন ? সাহসী ক্যাপ্টেন উত্তর দিল - যদি আমি যুদ্ধ করতে করতে আহত হই তাহলে আমার নাবিকেরা যাতে আমার রক্ত না দেখতে পায় আর যুদ্ধ চালিয়ে যায় তারপর জাহাজের সকলেই প্রানপনে যুদ্ধ করল এবং অবশেষে জিতল । এরপর তারা তাদের মধ্যের আহত নাবিকদের পরিচর্যা করল এবং আবার পালতুলে যাত্রা শুরু করল । কিছুক্ষন পর জাহাজের মাস্তুল থেকে আর একটা চিৎকার শোনা গেল - দূরে জলদস্যুদের দশটা জাহাজ দেখা যাচ্ছে সাহসী ক্যাপ্টেন এবারো গর্জে উঠে সবাইকে বলল - যুদ্ধের জন্য প্রস্তুত হও আর তার অ্যাসিস্ট্যান্ট কে বলল- এবার আমার হলুদ প্যান্টটা নিয়ে এসো  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।