আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিখ্যাত কথাসাহিত্যিক আলেকজান্দার দ্যুমো'র কালজয়ী সৃষ্টি "দি কর্সিকান ব্রাদার্স"

যুদ্ধের বাজারে ভালোবাসার বিকিকিনি হলে আর কাঁদবোনা। কংক্রিটের এই শহরে হৃদয়হীন মানুষের ভীড়ে আমিও হারিয়ে যাবো... তারা একই মায়ের আপন দুটি ভাই। যমজ। কিন্তু, একজন অপরজন থেকে সম্পূর্ন ভিন্ন স্বভাবের। ছোটভাইটি বুনো, বংশের পুরোনো ঐতিহ্যকে আঁকড়ে ধরে থাকা অশিক্ষত গ্রাম্য যুবক।

আর বড়ভাই শিক্ষিত, মার্জিত স্বভাবের শহরের তরুন ল'ইয়ার। স্বভাবের এই পার্থক্য থাকা সত্ত্বেও একভাই অপর ভাইকে প্রানপনে ভালোবাসে। জন্মের সময় দুইভাই'ই একটি অদ্ভুত প্রকৃতি নিয়ে আসে। আর তা হল যখনই একভাই মনে কষ্ট অনুভব করে, শরীরে ব্যথা পায় অপর ভাই যত দুরেই থাকুক সঙ্গে সঙ্গে তা বুঝতে পারে। সেও মনে কষ্ট পায়, শরীরে ব্যথা অনুভব করে।

ছোটভাইটি অস্ত্র-শস্ত্র আর দ্বৈতযুদ্ধে দক্ষ। ভালোবাসা বিশ্বাস করে না। অপরদিকে বড়ভাই এসবে একেবারেই আনাড়ি। সে শহরের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে ভালোবাসে। ঘটনাচক্রে এই ভালোবাসাকেই কেন্দ্র করেই এক ডুয়েলে বা দ্বৈতযুদ্ধে বড়ভাইটি শহরে অন্যায়ভাবে নিহত হয়।

তখন ছোটভাইটি তার বড়ভাইয়ের অন্যায়ভাবে হত্যার প্রতিশোধ নেয়। আলেকজান্দার দ্যুমোকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি বিশ্বসাহিত্যাঙ্গনের ধ্রুবতারা। তার রচিত এ অমর কথাসাহিত্যটি প্রথম প্রকাশিত হয় ১৮৪৫ সালে। এটি বিশ্বসাহিত্যের সম্পদ।

একটি সেরা ক্লাসিক। আমি বইটির সেবা প্রকাশনী থেকে প্রকাশিত বাংলা অনুবাদটি পড়েছি। হয়তো আরো অনেকেই বইটি পড়ে ফেলেছেন। যারা পড়েননি তাদের বলছি, বইটি পড়ে ফেলুন। না পড়লে মিস্ করবেন।

আর কথা দিচ্ছি বইটির বাংলা লিংক পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যারা এখনই বইটা পড়তে চাচ্ছেন তাদের জন্য বইটির সুখপাঠ্য ঝরঝরে ইংরেজী অনুবাদ দিয়ে দিচ্ছি। এখানে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.