এডিটেড
ভাবতেই ভাল লাগছে,চট্টগ্রাম শহরকে এখন এভাবে হাইলাইট করা হচ্ছে। হয়তো অতি শীঘ্রই হলিউডের কোন সিনেমার শুটিং চট্টগ্রামেই হবে। এধরণের উদ্যোগে চিটাগাংয়ের বিজ্ঞাপন কিছুটা হলেও হবে। চট্টগ্রাম উঠে আসল পৃথিবী বিখ্যাত একটি কম্পিউটার গেমের লোকেশনে। পৃথিবীবিখ্যাতআইজিএনএন্টারটেইনের ইউটিউব প্রোফাইলে এসংক্রান্ত একটি ভিডিও ছাড়া হয় গত ২০শে আগস্ট।
চট্টগ্রামের শিপ-ব্রেকিং ইয়ার্ডকে করা হলো সেই গেমসের লোকেশন ম্যাপ। এর আগে, উল্লেখযোগ্য কোন কম্পিউটার গেমসে চট্টগ্রামকে দেখা যায়নি। পৃথিবীবিখ্যাত অনলাইন গেমTom Clancy’s Splinter Cell Blacklistএর তৃতীয় মিশনে ভোরন স্টেশন নামে একটি লোকেশনে চট্টগ্রাম শিপ-ব্রেকিং ইয়ার্ডকে দেখানো হয়েছে। গেমটি বানিয়েছে Ubisoft- পৃথিবী বিখ্যাত কম্পিউটার গেম নির্মাতা প্রতিষ্ঠান। পৃথিবীর সেরা গেমের তালিকয়ার এই গেমটি প্রথম ৫টির মধ্যে পড়ে।
ভোরন স্টেশন নামে একটি লোকেশনে এই গেমে চট্টগ্রামের শিপ-ব্রেকিং ইয়ার্ডের ম্যাপ কে তুলে ধরা হয়েছে।
তবে মানুষের নেগেটিভ ধারণাটাও হতে পারে চট্রগ্রামের উপর। মিশনে স্হানীয় জঙ্গীদের ভিলেন হিসেবে রাখা হয়েছে। মিশনটা পুরোটায় এজঙ্গীদের ধ্বংস করার মিশন। মিশনে নায়ক জঙ্গীদের হত্যা করতে এসেছেন।
দেশী কুকুরের ডাকও রয়েছে। কুকুরগুলো নায়কদের কামড়েও ধরে। পরিত্যক্ত সিএনজিও দেখলাম। সেই বিখ্যাত মালটানার ট্রাকও রাখা হয়েছে। দেয়ালে সাঁটা রয়েছে আমাদের পৃথিবীবিখ্যাত রাজনীতিবিদদের পোস্টার।
নিচের ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন।
পুরো ভিডিওটি দেখুন। খুব মজার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।