বিশ্বের শীর্ষ জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপের এক জরিপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডের প্রতি ৭৭ শতাংশ বাংলাদেশীর সমর্থন রয়েছে। জরিপে সফল রাষ্ট্রনায়ক হিসেবে এশিয়ার নেতাদের মধ্যে শেখ হাসিনার অবস্থান প্রথম দিকে অর্থাৎ তালিকার সাত নম্বরে রয়েছে। জরিপে অংশ নেয়া ১৯ শতাংশ মানুষ তাঁর ওপর নাখোশ বলে জানিয়েছে। মন্তব্য করেনি চার শতাংশ মানুষ। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্যালাপের এই জরিপে হাসিনা পেছনে ফেলেছেন প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন ফিলিপ কি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন টান ডাং, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকেও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।