আমাদের কথা খুঁজে নিন

   

লাশের সঙ্গে আলাপচারিতা [সাগর রুনিকে উৎসর্গিত]

-নাসরীন খান ভয়ার্ত চারিদিক কোথাও কোন সাড়াশব্দ নেই পাশেই ধূ-ধূ মাঠ,দূরে একটি গ্রামের ছায়া ভাগাড়ে মৃত মানুষের লাশ ওরা আর্তনাদ করছে যদিও কথা বলছে না । উঃ!বিভৎস মাথার মগজ দেখা যাচ্ছে থ্যাতলে আছে চেহারার কিয়দংশ, কারো ব্যান্ডেজ বাঁধা হ্যাঁ ঐ লোকটির একটা চোখ তুলে নেয়া হয়েছিল হঠাৎ অন্য চোখটি খুলে গেল ভয়ে হিম আমার সমস্থ শরীর চিৎকার করব ?ততক্ষনে শব্দেরা হারিয়ে গেছে। '' অনুগ্রহ কর,ভয় পেয়োনা-কথা শোন আমরা লাশরা জ্যান্তদের ভয় পাই তোমরা কুৎসিত আর হিংস্র মনের, তোমাদের অত্যাচারে মাটিও আর্তনাদ করে আমার দুঃখীনি বাঙলা যন্ত্রনায় কাতরাচ্ছে আজও তাঁর চোখে কান্না রক্তের গন্ধে শহীদ মিনারের প্রতিটি গাঁথুনি কাঁপে ক্ষোভে শুধু ফুল পূজায় মত্ত সকলে আর সংবাদ শিরোনামে ঠাঁই পাওয়ার লোভে যাতে সকলে টাহরে তুমি বড় নেতা, লেবাসধারী সমাজ সেবক। কালো টাকার চাঁদরে ঢেকে গাত্র ঘুমাও বেঘোরে যত্রতত্র। আর কতকাল লাশ হবে প্রতিবাদি সাগর রূণি অথবা পাশবিকনির্যাতনে কোন শিশু ,নারী নিরীহরা আর কত দিবে প্রাণ। তোমাদের ক্ষমতাকে আর কত দূরে নেবে ছিড়েতো যাবেই কখনো না কখনো নাটাইয়ের সূঁতো। আমরা কি চিরকাল লাশ হয়েই রবো? না !কাছে এসো,রোধ করব কন্ঠের মিছে বোল , সকল সন্তান মোরা একই মায়ের আইনের হাত শুধু তোমাদের একার! প্রয়োজনে যুদ্ধ হবে নিজ ঘরকে বাঁচাতে যা ৭১রে হয়েছিল ভীনদেশী শত্রু তাড়াতে। এ বাংলা আমার ,আমাদের চাই বাঁচার সমান অধিকার, চাই নিরাপত্তার অধিকার, চাইনা আর এভাবে লাশ হতে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.