আমি কখনো শ্মশানে যাইনি
তাই জানতাম না পোড়া লাশের গন্ধ!
জানতাম না! এখন জানি!
এই শহরের অলিতে গলিতে ভেসে
আসে আজ পোড়া লাশের আর্তনাদ।
ঝলসানো শরীরের তীব্র যন্ত্রণা-
পোড়া শ্বাসলানীর ব্যর্থ মিনতি!
ওইসব ক্ষুধার্ত ভন্ডনেতার সামনে
রাখতে ইচ্ছা করে আমার পোড়া লাশ!
মেটাও তোমার অনন্ত লাশ ক্ষুধা!
একটি একটি পুড়ে যাওয়া কোষ
লেহন করে মেটাও তোমার পিপাসা!
তবুও থামাও তোমাদের এই উন্মত্ততা!
ক্লান্ত দেশমাতা আর কত পুড়বে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।