আমাদের কথা খুঁজে নিন

   

লাশের দেশ ,

জানি না কবে কোথায় , কিভাবে তোমাকে আবার দেখব। তবে তোমাকে হারানাটাই আমার অনেক বড় একটা বাজে অনুভুতি । ভাল থেকো বিবেকা। ভাল থেকো বিবেক। ভাল থেকো আমার কবিতাগুলো লাশের দেশে সুদীপ্ত সজল খাঁ ব্যস্ত শহর , তাকিয়ে দেখ দিনের আলোতে ঘামছ ।

লিফট , সিড়ি,আর মানুষের লাশ বেয়ে বেয়ে তুমি নামছ । কালকে আবার অফিস পাড়া ফাইলের বোঝা কমাতে , ফাইল সুদ্ধ দিচ্ছ পুড়িয়ে সমর্থনটা জামাতে । ঘুষ, ক্ষমতার চকচকে জিভ লক্ষ টাকার রাস্তা ; কার সন্তান ৭ কুটি করে রাস্তায় ফেলা বস্তা । তোমার তাতে কি এসে যায় গাড়ির এসি টা নষ্ট । মেকারের গালে দুই থাপ্পড় ও ব্যাটা পায় না কষ্ট ।

দাপিয়ে বেড়াও মন্ত্রনালয় শয়তানদের আড্ডা । আগুনে পুড়ছে আশুলিয়া থেকে রাজধানীপ্রাণ বাড্ডা । তোমার তাতে থোড়াই কেয়ার ছাগল দিয়েছ ত্রাণ । দামী শ্রমিকের জিন্দা শরীর মরলে ফুরায় দাম । পুড়িয়ে মেরেছ ১১১ গুম করেছ হাজার ।

মালিক হয়েছ , মিডিয়া পকেটে কমবে না তোমার বাজার । আরআমরা যারা নাদান পাবলিক বসে বসে শুধু দেখি । আসেন আজকে থেকে প্র্যাকটিস করে নিজেদের পশ্চাদটাকে ছেকি । কদিন পরে লাগবে আগুন আমাদের কারখানায় । আমরা যেখানে; ‍খুব সাবধানে ; ভীতু নাগরিক বানাই ।

। । ২৯ নভেম্বর -২০১২ ছেংদু , চায়না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.