আমাদের কথা খুঁজে নিন

   

গ্রিসের রাজনীতিকের কুৎসিত রূপ, টিভি অনুষ্ঠানে চড় (ভিডিও)

গ্রিসের পুনর্নির্বাচনকে সামনে রেখে এক রাজনীতিকের কুৎসিত রূপ দেখল সে দেশের জনগণ। গতকাল বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিতে এক রাজনৈতিক টক শোতে কট্টর ডানপন্থী গোল্ডেন ডন পার্টির একজন মুখপাত্র প্রতিপক্ষ বামপন্থী দলের দুই নারী রাজনীতিবিদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। এ ঘটনায় দেশবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ইতিমধ্যে গোল্ডেন ডনের মুখপাত্র ইলিয়াস কাসিদিয়ারিসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আল-জাজিরার খবরে বলা হয়, ১৭ জুন পুনরায় নির্বাচনকে সামনে রেখে বেসরকারি এনটেনা টিভিতে ওই টক শোর আয়োজন করা হয়।

আলোচনার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কাসিদিয়ারিসের বিরুদ্ধে উদারপন্থী বাম সমর্থক সাইরিজা দলের রেনা দোরোউ চলমান একটি মামলার কথা উল্লেখ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি তাঁর আসন ছেড়ে টেবিলে রাখা এক গ্লাস পানি দোরোউকে লক্ষ্য করে ছুড়ে মারেন। এ সময় কাসিদিয়ারিসের পাশের আসনে বসা কমিউন্সি পার্টির লিয়ানা কানেলি ক্ষুব্ধ হয়ে তাঁর হাতে থাকা একটি পত্রিকা কাসিদিয়ারিসের দিকে ছুড়ে মারেন। এরপরই কাসিদিয়ারিস কানেলির দুই গালে ঠাস ঠাস করে দুই হাতে চড় মারেন।

এ সময় অনুষ্ঠানের সঞ্চালক জিওরজস পাপাদাকিস কাসিদিয়ারিসকে ‘নো নো নো’ বলে শান্ত করার চেষ্টা করেন। গ্রিসে গত ৬ মে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কোনো দলই সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এর পরিপ্রেক্ষিতে দেশটি পুনর্নির্বাচন আহ্বান করা হয়। প্রথমবারের নির্বাচনে জয়ী সাতটি দলের রাজনীতিককে এ আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয়।

এদিকে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশবাসী। এথেন্সের এক নারী বলেন, লোকজন গোল্ডেন ডনের প্রকৃত রূপ সম্পর্কে জানত না। তাই তাদের ভোট দিয়েছে। তারা জানত না যে এটি নাৎসি বাহিনীর নতুন রূপ। আরেক ব্যক্তি এ ঘটনাকে গণতন্ত্রের ব্যর্থতা বলে উল্লেখ করেছেন।

স্থানীয় বাসিন্দা জিওরগস থিয়োফানিস বলেন, ‘আমি আজ সকালে যা দেখলাম তাতে মনে হয়েছে এটি গণতন্ত্রের লাইনচ্যুত। এতেই বোঝা যায় আমাদের দেশে গণতন্ত্র কীভাবে কাজ করে। এখানে কোনো গণতন্ত্র নেই। ’ গত ৬ মে নির্বাচনে সাত শতাংশ ভোট পেয়ে গোল্ডেন ডন পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ২১টি আসনে জয়ী হয়েছে। ২০০৯ সালে দলটি দশমিক তিন এক শতাংশ ভোট পেয়েছি সুত্র : প্রথম আলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.