স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে আমার অতি ভালো দোস্ত পটলের হঠাত করিয়াই মনে হইলো প্রেম করিবে ! .
তাহাকে শুধাইলাম , "আরে ব্যাটা ,ন্যাড়া একবার বেলতলায় যায় , তুই কি আমাদিগকে দেখিয়াও বুঝিতে পারিলিনা ইহা সবার জন্য নহে !"
কিন্তু সে দেখি আমার দিকে তাকাইয়া ৩২ দন্ত বিকশিত কইরিয়া একখানা ভেটকি দিল আর তার চুলের লম্না জুটিখানা আমাকে দেখেইলো !
বুঝিতে পারিলাম এখানে ন্যাড়া পোলার কথা বলা উচিত হয় নাই ।
বিরস বদনে কহিলাম , "মামা , বুঝিবা একদিন তোমার চেয়ে ৬ মাসের বড় মানুষের কথা না শোনার ফলাফল !"
কিন্তু হালায়্ দেখি পুরাই খাইশটা ! ঠিকই প্রেম করা শুরু করিল ~ আমার মাথায় তো বাজ পড়িল , ইহা কি ঘটিতেছে ! আমার কাছে প্রেম মানেই তো আঙ্গুর ফল টক মার্কা কিন্তু তাহারে দেখিয়া দুর হইতে ইহা বোধ করিতে আমার মোটেও কষ্ট হইতেছে না ইহা খবই মিষট ! দূর হইতে ঢোক গিলিয়া গিলিয়া নিজেকে সান্তনা দিতে লাগিলাম ! আহারে , ফাটা কপাল আমার !
কত্ত চাপা মারিলাম , জীবনে গার্লফ্যান্ডের টক-ঝাল স্বর্শ টের পাইলাম না আর আমারি সতীর্থ এভাবে তাহার স্বীয় ডার্লিংকে লইয়া আমার ভার্সিটির ভিতরে আমার সামনেই দাপাদাপি করিতে লাগিল ! আহারে আমার জান-প্রাণ দুইটাই যায় যায় অবস্থা !
পরিশেষে কি আর করা । আমিও তাদেরকে সংগ দিতে লাগিলাম ! নিজেকে তাহাদের শির্ষ্য বইয়া মনে হইতে লাগিল । কি আর করিবার আছে , দুধের স্বাধ ঘোলে মিটাইবার জন্য তাহাই আমার কাছে সুমিষ্ট মনে হইতে লাগিল !
একদিন তাহাকে আমি চুপিসারে ডাকিয়া আনিয়া শুধাইলাম ,"মামা, ইহা তুমি কি করিয়া ঘটাইলা ?? তোমরা যেইভাবে ক্লোজ-সার্কিট ক্যামেরার মতো ঘুরাঘুরি করো তাহাতে তো বাহিরের অনেক মানুষের চোখ কেল্লায় উঠিয়া যায় । "
বন্ধু মুচকি হাসিয়া কহিল , " ইহার জন্য কিছু জিনিস অর্জন করিতে হয় মামা ।
"
আমিও গর্জন করিয়া কইলাম , "কি এমন জিনিস যাহা আমাদিগকের মইধ্যে নাই ??"
সে কইল , " এক নাম্বার লাগে চাপাবাজি , দুই নাম্বার চামচামি আর তিন নাম্বার চেঁচামেচি !! "
আমি শুধাইলাম , " ইহা কি কইলি মামু !! এইগুলা তো খারাপ জিনিস !! প্রেম তো নাকি স্বর্গ হইতে নিক্ষিপ্ত হয় !! "
সে কইলো , " ধুর ব্যাটা , এইগুলা পুরাতন কথা !! এখন দিন অনেক অত্যাধুনিক হইয়া গেছে গা !! এখন আর এইসব হয় না !! যেমন এখন আমার আর স্বপ্নদোষ হয় না !!! "
আমি তো পুরাই বোকা হইয়া গেলাম !! হায় হায় , ইহা সে কি কয় ?? জীবনে কতো দোষের কথা শুনিলাম , মুদ্রাদোষ , বইতে পড়ছি গুরুচন্ডালী দোষ , কিন্তু এটা আবার কেমন দোষ ??!!
সে কহিল , "এখন আর এইসব বলতে হয় না বোকা !"
কহিয়া আমার নিয়া ঈষৎ তাচ্ছিল্যে মাতিয়া উঠিল ! আমিও বিজ্ঞের মতো তাহার সাথে তাল মিলাইলাম ! কারণ আমার তো জানিবার ইচ্ছা সাগরের পানিকেও হার মানায় !!!
যাহাই হোক , আমি সেই জিনিসের মানে জানার পরে থেকে এইসব আর জিজ্ঞেস করি না !! বুঝতে পারিলাম , আমি বড়ই কাচা আছি !
পাকিতে আরো কাল অপেক্ষা করিতে হইবে !! আমি তাহাকে কহিলাম , " তোর প্রেয়সী তো খুবই রুপবতী । সে নাকি আবার মডেলিং ও করে ! তাহাকে তুই ধরিয়া রাখিতে পারিবি তো ?? "
সে কহিল , " আমি কি কহিলাম , চাপাবাজি মারিয়া আমি তাহাকে সহজেই নিরস্থ করিতে পারি , চামচামি করিয়া মানে গুনের প্রশংসা করিয়া তাহাকে পটাইতে পারি আর চেঁচামেচি কইর্যা নিজের দোষ ঢাকিয়া লইতে পারি !! "
আমার মুখ হইতে তৎক্ষণাৎ নিক্ষেপ হইলো , " চেচামেচিতে কি স্বপ্নদোষও ঢাকিয়া যায় ?? "
তাহার রক্তলাল চাহনি দেখে ঠাওর করিলাম , আবার ভুল করিয়াছি । ক্ষুদ্র ভৎসর্ণা করিয়া সে আমাকে ছাড়িয়া দিলে মনে বড়ই প্রফুল্ল বোধ করিলাম !!
গত কয়েকদিন ধরিয়া আমার সেই মামু আমাকে সন্ধান করিতেছেন । কিন্তু পরিক্ষা নামক পেইনের কারণে তাহার সাথে আমার যোগাযোগ হইতেছিল না । আন্তর্জালে অনেকার কথা হইলেও আমি চ্যাট এ অফলাইন থাকায় গালিগালাজ ই বেশি শুনতে হইলো ।
পরিশেষে কারণ জানিতে পারিয়া আমার মাথা তো টাস্কি খাইয়া খুষ্কি পইড়্যা গেলো !! তাহার সাথে সেই প্রেয়সীর সাথে নাকি ব্রেক-আপ হইয়াছে !! আমি কহিলাম , হায় হায় , " ইহা আবার কি জিনিস " ।
সে জানাইলো , " ইহা নিঃশব্দে বেলুন ফাটিবার মতো ব্যাপার !! ইহাতে হৃদয়খানা ভাঙ্গিয়া টুকরা টুকরা হইয়া যায় ! "
বুঝিতে পারিলাম , ইহা আসলেই অনেক কষ্টের ব্যাপার । তাই আবারো বিজ্ঞের মতো মাথা দোলাইতে লাগিলাম ! দেখি সে আমার দিকে কটমট করিয়া তাকাইয়া আছে !!
তাহার কপোলেতে দাঁড়ি জন্ম হইছে !! আমি বুঝিলাম , ভঙ্গুর হৃদয় হইতে জাগ্রত তীব্র ব্যথার কারণেই ইহা ঘটিতেছে !! মনে মনে ঈষৎ খুশি হইয়া ভাবিলাম , যাক সে আর আমি এখন এক অবস্থানেই আছি !! না না , আমি ব্রেক ট্রেক কিছু করি নাই ! আমি কিছুই করিতে পারিলাম না ! কিন্তু তাহাকে দেখিয়া বুঝিলাম , সে অনেক কিছুই করিয়া ফালাইছে ! যেহেতু তার প্রাক্তন প্রেয়সী একজন মডেল তাই চাঁদের কলঙ্গের মতো একটু সমস্যা তো থাকবেই !!
তাহাকে কহিলাম , " সে এখন কোথায় আছে । কি করিতেছে ??"
যাহা শুনিলাম , তাহাতে আছি নিজেও মর্মাহত হইয়া ব্রেক-আপের একটা অনুভুতি পাইলাম !! তাহার এক্স-গার্লফ্রেন্ড নাকি লাক্স - চ্যানেল আই সুপার স্টারে সেরা ১০ এর মধ্যে আছে !!!!
"দোস্ত , বিশ্বাস কর ! ও না আসলেই অনেক ভালো ছিলো । চেচামেচিতে না হইলে চল সবাই মিল্লা কান্নাকাটি কইরা ভাবিরে নিয়া আসি !! আমার ভাবি আগামীর নায়িকা আর আমি নাকি ওরে এখন খালি টিভিতে দেখুম !! না , কোন ভাবেই সম্ভব না !! "
যে ভাবেই হোক উহার চামচামিতে তোকে আমি আবার লাগাইতেছি !! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।