একলা হতে চাইছে আকাশ মেঘগুলোকে সরিয়ে দিয়ে ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে...
গতকাল রাতেই স্ট্যাটাসে দেখলাম -
আপনি একজন নিরাপদ ব্লগার
আপনার লেখা সরাসরি সংকলিত পাতায় প্রকাশিত হবে।
স্যামহোয়ারের প্রচলিত রীতি হলো এই স্ট্যাটাস পাবার সাথে সাথে 'আমি নিরাপদ' শিরোনামে কর্তৃপক্ষের প্রতি কৃত্জ্ঞতা স্বীকার করে পোষ্ট দিতে হয়। এই পোষ্টিও সেই ডিজিটাল উপায়ে কৃত্জ্ঞতা স্বীকার আরকি।
নিরাপদ হতে সময় নিয়েছে ৩ সপ্তাহ ৪ দিন। পোস্ট করেছি: ১১টি
মন্তব্য করেছি : ১৪০টি।
মন্তব্য পেয়েছি: ৬১টি। ব্লগটি দেখা হয়েছে মোট ১৫৪৩ বার। একেবারে আনকোরা ব্লাগার হিসেবে মন্দ না, কি বলেন?
অনিরাপদ থাকাকালীন পোস্ট করেছি: ১১টি। সংকলিত পাতায় না আসায় পোস্টগুলো চিপায় দৃষ্টির অগচরে পড়ে ছিল ৩ সপ্তাহ ৪ দিন। সুযোগ পেয়ে সেগুলো একটু সামনে তুলে আনি-
১১।
বাংলাদেশ (জন্ম: ১৯৭১, মৃত্যু: কত??) Click This Link
১০। রাষ্ট্র যখন প্রতারক Click This Link
৯। হাত বাড়িয়ে ছুঁই না তোকে... Click This Link
৮। খালেদা জিয়ার বাড়ি বরাদ্ধ বাতিল... আপনি পক্ষে না বিপক্ষে.... Click This Link
৭। ও গানওয়ালা আরেকটা গান গাও....... Click This Link
৬।
কতটা পথ পেরুলে তবে পথিক বলা যায়??? Click This Link
৫। মৃত্যুদন্ড দেশে দেশে Click This Link
৪। একটি রাজনৈতিক ধাঁধাঁ Click This Link
৩। কে এই শ্রাবস্তী???? Click This Link
২। প্রতিবাদে ডিজুস জেনারেশন (!!!!!!) Click This Link
১।
অথ: প্রাইভেট কবি সমাচার Click This Link
আমার কথা দিয়েই শেষ করি... আমি সুফিয়ান। হৃদয়ে বাংলাদেশ। চেতনায় রবীন্দ্রনাথ। নায়ক চে। আর আপাতত চাওয়া- যুদ্ধপরাধীদের বিচার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।