আমাদের কথা খুঁজে নিন

   

জাদু আয়না

The Woods are lovely, dark and deep./But I have promises to keep./And miles to go before I sleep./And miles to go before I sleep. ৭৬ সেন্টিমিটার। আপনি কি সকালবেলা আপনার আয়নার সাথে কথা বলতে অতি উৎসাহী হবেন না? বিশেষ করে যদি আয়নাটি দিনের সব খবর আপনাকে জানায়। নিউইয়র্ক টাইমস কোম্পানি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ল্যাব এমন একটি আয়না উদ্ভাবন করেছে, যাতে মাইক্রোসফটের কিনেক্ট চলচ্চিত্র সেন্সর ব্যবহার করা হয়েছে। এতে আয়নাটি আপনাকে সনাক্ত এবং মিথষ্ক্রিয়া করতে পারবে। যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন, আপনি কে আয়নায় তা প্রতিফলিত হবে।

এ ছাড়া এতে আপনার স্বাস্থ্য বিষয়ক ইতিাহস এবং দিনের কর্মসূচি জানিয়ে দেবে। আপনার সকালের রুটিন যা আপনি চাইবেন সব কিছুই এই জাদু আয়না আপনাকে জানিয়ে দিতে পারবে। সংবাদ, আবহাওয়া এবং আপনার ক্যালেন্ডারের সংবাদ গড় গড় করে দেখিয়ে দেবে। আপনার অসুখের বৃত্তান্ত দিলে আয়না আপনাকে ওষুধ-পত্তরের তালিকার সাথে কিভাবে খাবেন তা বিস্তারিত দেখিয়ে দেবে। আর আপনি চাইলে ডাক্তারকেও আপনার বিষয়ে- খবর জানাবে।

আয়না আপনাকে বাইরের বিষয়েও জানাবে এবং পরামর্শ দেবে আপনার কি করা উচিত। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।