আমাদের কথা খুঁজে নিন

   

রসুনের জাদু



রসুনের জাদু রান্নার উপকরন হিসেবে রসুনের ব্যবহার আবহমান কাল থেকেই। শুধু রান্নায় স্বাদের তারতম্য আনার জন্য নয়, রসুনের পুষ্টিগুণও রসুনকে পৌঁছে দিয়েছে উপাদেয় মসলার তালিকায়। তাই রান্নার অনুষঙ্গের পাশাপাশি রসুন স্বাস্থ্য ভাল রাখার মন্ত্র হিসেবেও কাজ করছে। রসুনের গুণ রসুনে রয়েছে ময়শ্চার, প্রোটিন, ফ্যাট, মিনারেল ফাইবার ও কার্বোহাইড্রেট। ভিটামিন ও মিনারেলের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, থিয়ামিন, রিবোফোভিন, ভিটামিন সি।

এছাড়া আয়োডিন, সালফার ও কোরিনও রয়েছে অল্প পরিমানে। ০ রসুন ক্ষুধা মন্দা তৈরী করে। ০ অ্যাজমা, কানে কম শোনা প্রভৃতি থেকে সুরক্ষা করে রসুন। ০ রসুন ফুসফুস, ব্রঙ্কিয়াল টিউব, সাইনাসের গহ্বরে মিউকাস জমতে দেয়না। ০ টিউবার কিউলোসিস, নিউমোনিয়া, হুপিং কাশির মতো অসুখে রসুন উপকারী।

০ রসুন ঘা, আলসার সহজে সারায়। ০ হজমে গোলমাল যেমন আমাশয় ও কৃমির সমস্যাতেও এটি উপকারী। ০ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে ও হার্ট অ্যাটাক প্রতিরোধ করতেও রসুন উপযোগী। ০ রক্ত সঞ্চালন সঠিক রেখে শরীরে টক্সিন কমায়। ০ ক্যানসার প্রতিরোধক হিসেবেও রসুনের সুনাম রয়েছে।

রসুনের অপকারীতা রসুন বেশী খেলে অনেক সময় মাইগ্রেনের সমস্যা দেখা দেয়। ০ রসুন থেকে অ্যালার্জি হতে পারে। ১০০ গ্রাম রসুনে যা থাকে কপার - ০.৩০ মিলিগ্রাম আয়রন- ১.৭ মিলিগ্রাম ম্যাঙ্গানিজ- ১.১২ মিলিগ্রাম ফসফরাস- ১৫.৩ মিলিগ্রাম সেলোনিয়াম- ৪.২ মিলিগ্রাম জিংক- ১.১৬ মিলিগ্রাম লক্ষ্য রাখুন ০ রসুন নরম হয়ে গেলে বা সবুজ রঙ দেখা দিলে সেই রসুন কিনবেন না। কারণ এসব রসুনের কার্যগুন নষ্ট হয়ে যায়। কেনার সময় মাঝারি আকারের রসুন কিনুন।

০ বন্ধ পাত্রে না রেখে খোলা পাত্রে রসুন রাখুন। রেফ্রিজারেটরে রসুন রাখবেন না। এতে করে রসুন নরম হয়ে যাবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।