আমাদের কথা খুঁজে নিন

   

রম্য: জাদু

আমি অথৈ জলে খুঁজে ছিলাম, পূর্ণিমারই চাঁদ...
ছোটোবেলা থেকেই জাদুর প্রতি আলাদা একটা টান ছিল। জাদুর অনুষ্ঠানগুলো তাই খুব মনোযোগ দিয়ে দেখতাম। দেখতে দেখতে একসময় মনে হলো এসব জাদু আমিও পারবো! একদিন ছোটোবোনটাকে জাদু দেখাবো বলে ওর ২টা মিষ্টিকে রুমাল দিয়ে ঢেকে একটা করে ফেললাম (আরেকটা আমি গলাধকরণ করলাম!)। যা ভ্যানিশ করা হয় তা আনা সম্ভব নয় এই-নীতি আউড়ে এর ওর কাছ থেকে এটা সেটা খেয়ে বেড়াচ্ছি। আর নাম দিচ্ছি জাদু।

মাস কয়েক পর ছোট ভাইবোন দুটো বলল, "এই ভ্যানিশ করার জাদু আর দেখবো না। এবার কিছু এনে দেখাও। তাহলে বুঝবো তুমি জাদু জানো!" বুঝলাম দুর্দিন এসে গেছে। এখন নিজের গাঁটের টাকা খরচ করে জাদুবিদ্যা দেখাতে হবে। ওকে নো প্রবলেম।

জাদুর জন্য আমি সব পারি। খেতেও পারি খাওয়াতেও পারি! প্রায়দিনই সন্দেশ, চকলেট,মিমি ইত্যাদি কিনে এনে লুকিয়ে রাখতাম। পরে ওদের সামনে রুমালের নিচ থেকে বের করে দেখাতাম। কিন্তু তবু ওদের পুরোপুরি বিশ্বাস হয় না যে আমি জাদু জানি। শেষ পর্যন্ত অন্য পথ ধরলাম।

রাতে ডিমলাইটের আলোয় বই, খাতা-কলম, পেন্সিল, বিছানার চাদর হতে শুরু করে বস্তার মতো ভারী কোলবালিশ পর্যন্ত শূণ্যে তুলে দেখাতে লাগলাম। তাই দেখে একবার তো ছোট ভাইটা বলেই ফেললো,"এবার আমাকে শূণ্যে তুলে দেখাও!" একদিন গ্লাস ভর্তি পানির উপর একটা কাগজ রেখে গ্লাসটা উপুর করতেই সমস্ত পানি বিছানায় পড়ে একাকার। ফলস্বরূপ মার বকা খেলাম। কিন্তু তবু জাদুর ভুত মাথা থেকে গেল না! বরং আরো ভালো ভাবে পেয়ে বসলো। আজকাল চান্স পেলেই জাদুর বই নিয়ে ঘাঁটাঘাঁটি করি।

সেদিন বিকালে জাদুর বই নিয়ে বসেছি। এমন সময় ছোটবোনটা এসে বললো, "ছোটআপা দেখো, মা এই বেলুনটা কিনে দিয়েছে। কি সুন্দর! তাই না?" "হ্যাঁ, খুব সুন্দর! কোত্থেকে কিনেছে রে?" "আমাদের গেটের সামনে বেলুনওয়ালা আছে। তার কাছ থেকে কিনেছে। " বলেই বেলুনটা নিয়ে একা একা খেলতে লাগলো।

তাই দেকে হঠাৎ মাথায় ভুত চাপলো। ওকে বললাম, "চল, তোকে একটা জাদু দেখাই। এই বেলুনে আমি একটা সুচ ঢুকাবো, কিন্তু বেলুন ফুটবে না। " "সত্যিই ফুটবে না?" "একদম না। " বলেই একটা সুচ ঢুকাতেই ঠাস শব্দ করে বেলুনটা ফুটে গেল।

"এটা কি হলো! তবে যে তুমি বললে বেলুনটা ফুটবে না! মিথ্যুক কোথাকার! অ্যাঁ অ্যাঁ অ্যাঁ....!!!" ও গলা ফাটিয়ে কাঁদতে লাগলো। আমিও তো অবাক! জাদুর বই খুলে ভুলটা বুঝতে পারলাম। ওকেও বুঝালাম। কিন্তু ও বুঝলো না! উল্টা কান্নার মাত্রা আরো বাড়িয়ে দিলো। সেই শব্দে টিকতে না পেরে গেটের কাছে ছুটে গেলাম বেলুনওয়ালার খোঁজে।

কিন্তু কোথাও কেউ নেই! রাস্তা ফাঁকা! বেলুনওয়ালা গায়েব! বাসার ভিতর থেকে তখনো ছোটবোনটার কান্না শোনা যাচ্ছে। আর আমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, তারপরের জাদুটা কোথায় প্রদর্শন করা যায়!!!!!
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.