আমাদের কথা খুঁজে নিন

   

অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম : বাজেটে শিক্ষাখাতের বরাদ্দ বাড়াতে হবে

বিগত অর্থবছরের বাজেটের ভারসাম্যহীনতা আগামী বাজেটের সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে বলে অভিমত দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মইনুল ইসলাম। তিনি বলেছেন, “প্রায় দুই দশকে সামষ্টিক অর্থনীতির যে ভারসাম্য নষ্ট করা হয়েছে তা কাটিয়ে উঠতে সরকারকে অনেক সময় অপেক্ষা করতে হবে। এর সঙ্গে আবার বৈদেশিক বিনিয়োগ ও ঋণ অনুদানে কিছুটা সমস্যা হবে। ” তিনি বাজেটে সামরিক খাতে বরাদ্দ কমিয়ে শিক্ষা খাতে আরও বৃদ্ধির জোর সুপারিশ করেন। তিনি বলেন, “এ খাতে অন্তত:জিডিপির ৩ শতাংশে উন্নীত করা প্রয়োজন।

” বুধবার বিকেলে বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “সরকারের আর্থিক নীতি এবং খাত পরিচালনায় ভুল ব্যবস্থাপনায় দেশে টাকার বৈদেশিক বিনিময় হার ডলারের তুলনায় গত দেড় বছরে ১৮ থেকে ২০ শতাংশ নেমে গেছে। ” দক্ষিণ-পূর্ব এশিয়া, চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও জাপানের মুদ্রার তুলনায় ডলারের দাম ক্রমশ কমায় দেশের আমদানিকৃত পণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা জোরদার হয়েছে বলে তিনি মনে করেন। দেশের সামগ্রিক অর্থনীতি ভালো উল্লেখ করে ড. মইনুল বলেন, “অর্থনীতির ব্যাষ্টিক খাতগুলোর বেশ কয়েকটি প্রশংসাযোগ্য সাফল্য অর্জন করেছে। এর মধ্যে কৃষি, শিক্ষা, রপ্তানি, প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, গণপূর্ত খাত, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সাফল্য অর্জন উল্লেখযোগ্য।

” ২০১১-১২ অর্থবছরের বাজেটের সমালোচনা করে বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জ্বালানি ও বিদ্যুৎ খাতের ভর্তুকি এবং এ সম্পর্কিত ভ্রান্ত প্রাক্কলন, টাকার বৈদেশিক বিনিময় হারের বড় ধস এবং অভ্যন্তরীণ ঋণবাজার থেকে সরকারি ঋণ গ্রহণের কারণে সরকার অর্থ ব্যবস্থাকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। ” এসব সংকটের কারণ হিসেবে তিনি বলেন, “দেশের অর্থনীতি, মুদ্রানীতি এবং জ্বালানি ও বিদ্যুৎ নীতির অব্যবস্থাপনা ও ভুল হিসাব-নিকাশের কারণে। ” অধ্যাপক মইনুল বলেন, “তেলের আন্তর্জাতিক বাজার মূল্য যখন ১৪৬ ডলারে লাফ দিয়েছিল, তখনই পাকিস্তানসহ অনেক উন্নয়নশীল দেশ কুইক রেন্টাল বিদ্যুৎ কর্মসূচি নিয়ে বিপদগ্রস্ত হয়েছে। ” তাই জ্বালানির ভর্তুকিকে যৌক্তিক করে আমদানিকৃত ডিজেল, ফার্নেস অয়েল কিংবা কেরোসিন যাতে কোথাও চোরাচালান না হয় তার যথেষ্ট মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। বাজেটে যথাযথ নীতি ঘোষণা করে এসব বন্ধের দাবি জানিয়েছেন দেশের এই বিশিষ্ট অর্থনীতিবিদ।

বাজেটে উপরের সফল খাতগুলোর সাফল্যকে টেকসই করতে সরকারের নজর দেওয়া উচিত দাবি করে তিনি বলেন, “বিদ্যুৎ সমস্যা সমাধানে নবায়ণযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনকে ক্র্যাশ প্রোগ্রামে নিয়ে এসে সরকারি ভর্তুকির অগ্রাধিকারের আওতায় নিয়ে এলে সার্বিক অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে। ” তিনি বলেন, “সৌরবিদ্যুৎ চালিত সেচযন্ত্রও এই ভর্তুকির দাবিদার হতে পারে। সোলার প্যানেল উৎপাদনকে উৎসাহিত করার জন্য সংশ্লিষ্ট কাঁচামাল, যন্ত্রপাতি, মেশিন-পার্টসকে করমুক্ত আমদানির আওতায় নিয়ে আসতে হবে। ” আর এই কার্যক্রম শুধু বিচ্ছিন্ন গ্রামাঞ্চলেই নয়, শহরে ও নগরেও সৌরবিদ্যুতের সুবিধা স্থাপনে আগ্রহীদের যথোপযুক্ত প্রণোদনার আওতায় নিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি। অন্যদিকে খাদ্যশস্যের মজুদ আগামী বছরের শেষে ২০ লাখ টনে উন্নীত করার পক্ষেও মত দেন ড. মইনুল।

তিনি বলেন, “সরকারের শিক্ষাবান্ধব ভাবমূর্তিকে উজ্জ্বল করতে এবারের বাজেটে শিক্ষা খাতে সরকারি ব্যয়কে জিডিপির ৩ শতাংশে উন্নীত করা দরকার। পৃথিবীর আর কোনো দেশে শিক্ষা খাতে এত কম বাজেট নেই। বর্তমান সরকার সেটা ২ দশমিক ৩ থেকে ২ দশমিক ৪ শতাংশে উন্নীত করেছে। ” এবারের বাজেটে সামরিক বরাদ্দ কমিয়ে শিক্ষা খাতে আরও বাড়ানোর দাবি জানান তিনি। ড. মইনুল বলেন, “দেশের পোশাকশ্রমিক, শিল্পশ্রমিক এবং বস্তিবাসী প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রেশনিং ব্যবস্থার চালু করে তাদের দিকে নজর দেওয়া দরকার।

এর জন্য সিলিন্ডার গ্যাস সহজলভ্য করে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর গ্যাস সিলিন্ডার ক্রয়ে দামের ৫০ শতাংশ ভর্তুকি দেওয়া যেতে পারে। ” কয়লা ও গ্যাসের বিষয়টি মাথায় রেখে ২০১২-১৩ অর্থবছরের বাজেট প্রণয়ন দরকার উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশের জন্য পাইপলাইনে গ্যাস সরবরাহ আর্থিকভাবে মোটেও যৌক্তিক নয়। এ বাস্তব কারণেই দেশের গ্রামাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী এ সুযোগ নিতে পারছে না। ” তাই আগামী বাজেটে বিদ্যমান গ্যাসসংযোগের দাম বড়ানোর সঙ্গে সঙ্গে ভবিষ্যতে পাইপলাইনে গ্যাসসংযোগ কর্মসূচি ক্রমান্বয়ে তা বাদ দেওয়ার পক্ষেও মত দেন তিনি। আয়কর আদায় ও নিরূপণের জন্য আলাদা একটি শক্তিশালী সেল এবং কার্যকর ভিজিল্যান্স টিম গঠনের কথা জানিয়ে ড. মইনুল বলেন, “রাজস্ব আদায়ের ক্ষেত্রে টিআইএন নম্বরধারীদের কর পরিশোধে বাধ্য করতে হবে।

” তিনি আয় সম্পদের বৈষম্য কমিয়ে তা পুনর্বণ্টনের ব্যবস্থা গ্রহণে পরিকল্পনা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। Click This Link Banglanews24 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.