আমাদের কথা খুঁজে নিন

   

টিপাই মুখ বাঁধ নিয়ে আর কত তামাশা? হেলিকপ্টার থেকে টিপাইমুখ দেখানো হলো সাংবাদিকদের

সংসদীয় কমিটির মতো বাংলাদেশের সাংবাদিকরাও টিপাইমুখে নামতে পারেননি, হেলিকপ্টার থেকেই তাদের ওই এলাকা দেখানো হয়েছে। বাংলাদেশের ১০ সাংবাদিককে বুধবার দুপুরে আসামের শিলচর থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে বরাক নদীর টিপাইমুখ এলাকায় নেওয়া হয়। সাংবাদিকদের সঙ্গে হেলিকপ্টারে ছিলেন ছয় জন ভারতীয় কর্মকর্তা, বাংলাদেশের কোনো কর্মকর্তা এতে ছিলেন না। আবহাওয়া ভালো থাকলেও সাংবাদিকদের জানানো হয়, ‘টেকনিক্যাল’ কারণে টিপাইমুখে হেলিকপ্টার নামানো সম্ভবপর হচ্ছে না। ভূপৃষ্ঠ থেকে ১২০০ ফুট ওপর দিয়ে টিপাইমুখের কাছে লুংচুলিয়ান গ্রামের ওপর দিয়েও উড়ে যায় হেলিকপ্টারটি।

ওই হেলিকপ্টারেই ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক শেখ শাহরিয়ার জামান। যেখান থেকে হেলিকপ্টারটি উড়েছিল সেই শিলচর বিমানবন্দর থেকে সড়কপথে টিপাইমুখের দূরত্ব ১৩০ কিলোমিটার, আর নদীপথে ৮০ কিলোমিটারের মতো। বরাক নদীর টিপাইমুখে ভারতের প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প দেখতে দুই বছর আগে তৎকালীন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের (প্রয়াত) নেতৃত্বে একটি প্রতিনিধি দল টিপাইমুখ রওনা হয়েছিল। ওই সময় বিরূপ আবহাওয়ার কারণে তাদেরও প্রকল্প এলাকায় নামানো যায়নি বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়। বরাক নদীর ওপর টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বলে সংবাদ মাধ্যমের খবর।

বাংলাদেশের অন্যতম প্রধান নদী মেঘনার পানির মূল উৎস বরাক নদীর ওপর বাঁধ হলে তার বিরূপ প্রভাব দেশে পড়বে বলে বিশেষজ্ঞদের শঙ্কা। পরিবেশগত ক্ষতির শঙ্কা থেকে বাংলাদেশের পাশাপাশি প্রকল্পস্থল ভারতের মনিপুর রাজ্যেও এর বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর গত ১৮ নভেম্বর বিবিসি প্রকাশের পর বিষয়টি আলোচনায় ওঠে। এক পর্যায়ে সরকার ও বিরোধী দল টিপাইমুখ প্রকল্প সম্পর্কে জানতে চেয়ে ভারতে চিঠি দেয়। জবাবে ভারত সরকার বলে, বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু তারা করবে না।

ভারত সফররত বাংলাদেশি সাংবাদিক দলকে গত সোমবারও ভারতের পানিসম্পদ সচিব ধ্রুব বিজয় সিং বলেন, বাংলাদেশ সম্মত না হলে টিপাইমুখ প্রকল্প নিয়ে নয়া দিল্লি এগোবো না। টিপাইমুখ প্রকল্পে কোনো ধরনের নির্মাণ কাজ এখনো শুরু হয়নি বলেও ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে। সংবাদ সূত্র আবার দেখুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।