আমাদের কথা খুঁজে নিন

   

টিপাই মুখ বাঁধ ও ই-মেইলের প্রতিবাদ

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

আমার একটা ঘটনা মনে পড়ছে। ইসরাইল যখন গাঁজার উপর হামলে পড়ল, তখন আমরা ব্লগাররা ইসরাইলের বিরুদ্ধে নানা রকম পোস্ট দিতাম। নানা রকম বুদ্ধি থাকত সেই সব পোস্টে। একটি পোস্ট দিয়েছিলেন এক ব্লগার, তার নাম মনে নেই বলে ক্ষমাপ্রার্থী । পোস্টটি সম্ভবত স্টিকি হয়েছিল।

তিনি বলেছিলেন, সব আন্তর্জাতিক সংস্থায় ই-মেইল পাঠাতে । আমরা সবাই যেন ইসরাইলের বিরুদ্ধে একটি করে ই-মেইল করি। ই-মেইল এড্রেসগুলিও তুলে দিয়েছিলেন তিনি। জাতিসংঘ থেকে সব রাষ্ট্রপ্রধান ও সংস্থার ই-মেইল এড্রেস ওগুলো। একটা ই-মেইলের খসড়া করেছিলেন।

তখন আমি অনেকগুলো ই-মেইল পাঠিয়েছিলাম। প্রায় সবগুলো আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠিয়েছিলাম সে সব ই-মেইল। টিপাই মুখ বাঁধ নিয়ে কি সে রকম কোন পদক্ষেপ নিতে পারি না আমরা ? আমরা সব ব্লগাররা মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা, সকল রাষ্ট্রপ্রধান ও সংস্থার প্রধান বরাবর কি আবেদন জানিয়ে একটি ই-মেইল পাঠাতে পারি না ? আমাদের সবার সম্মিলিত প্রতিবাদে নিঃসন্দেহে একটা আলোড়ন উঠবে। আমাদের বাঁচা মরার প্রশ্নে আমরা এভাবে নিশ্চুপ বসে থাকতে পারি না। একজন নিরস্ত্র সাধারণ মানুষ হিসেবে প্রত্যেকে একা হয় তো কোন মূল্য পাওয়ার যোগ্য নই।

কিন্তু আমাদের সম্মিলিত মতামতের অবশ্যই মূল্য আছে। আসেন, আমরা সবাই মিলে একটি ই-মেইলের খসড়া বানাই এবং পাঠাতে শুরু করি জাতিসংঘ, নানা আন্তর্জাতিক সংস্থা ও পৃথিবীর সবগুলো রাষ্ট্রপ্রধানের বরাবর। যখন তাদের ইনবক্সে প্রতিদিন অনেক অনেক মেইল থাকবে টিপাইমুখ বাঁধ নিয়ে, তখন নিশ্চয়ই তারা এই বিষয়ে খেয়াল করবেন। বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যাগ্র মেদিনী .....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।