পত্রিকার খবরে দেখলুম, ভারতে সফররত সংসদীয় প্রতিনিধিদল বলেছে, "...ভারতীয় নেতাদের সাথে বৈঠক খুব ফলপ্রসু হয়েছে। ভারতীয় নেতারা স্পষ্ট করেছেন যে, টিপাইমুখে জলবিদ্যুত প্রকল্প হবে। সেচ প্রকল্প হবে না।" -যুগান্তর
এ খবরটি নিয়েই আমার প্রথম প্রশ্নমালা শুরু করি? কি বলেন?
জলবিদ্যুত প্রকল্প হলে টিপাই মুখে বাধ বানানো যাবে? সেচ প্রকল্প হলেই সমস্যা?
মহান সংসদ কত্তারা কিসের এ্যডভোকেসি করছেন?
তেনারা কি প্যাচ মেরে বাটপারদের দালালী কামাতে নেমেছেন?
এইভাবে এ্যডভোকেসীর এখতিয়ার তাদের কে দিয়েছে?
জনগণ কি তেণাদের টিপাই মুখে জলবিদ্যুত তৈরীর বাধ বানানোর পক্ষে ওকালতি করার জন্য ভোট দিয়েছিলেন?
এই ওকালতি কি দেশ ও জনগণের পক্ষে যায়? নাকি জাতি বিরোধী ও বিদেশীদের পক্ষে যায়?
তাহৈলে এই কত্তাদের কে ক্ষমতায় বসাইছে? বিদেশীরা না এদেশী জনতারা? গত ইলেকশন আসলে কাগো ফাংশন আছিল?
নুন খাই যার গুন গাই তার - প্রবাদটা কি মিথ্যা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।