"আকাশে নক্ষত্র দেখে নক্ষত্রের মতন না হয়ে পারিনি আমি / নদী তীরে বসে তার ঢেউয়ের কাঁপন, / বেজেছে আমার বুকে বেদনার মত / ঘাসের হরিৎ রসে ছেয়েছে হৃদয়"। _আহমদ ছফা
বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনার উৎস সুরমা-কুশিয়ারার উজানে বরাক নদীতে ভারত সরকার কর্তৃক টিপাই বাঁধ নির্মাণ আমাদের দেশের জন্য অশনি সংকেত। অল্প অল্প করে হলেও এর বিরুদ্ধে জনমত গড়ে উঠছে, চারদিক থেকে প্রতিবাদ উচ্চারিত হচ্ছে। এখন অনেকেই এ বিষয়ে সোচ্চার। আশা করি, আমাদের প্রতিবাদে বাংলাদেশ সরকারের কানে পানি ঢুকবে, তারা সরকারিভাবে বিষয়িট নিয়ে জাতীয় স্বার্থ এবং জনস্বার্থের পক্ষে অবস্থান নিয়ে ভারতকে এ পরিকল্পনা থেকে বিরত থাকতে চাপ তৈরি করবে, আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে।
আবার বিষয়টি যেহেতু শুধু ভারত এবং বাংলাদেশের মধ্যকার বিষয় নয়, ফলে এ বিষয়টি নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে আলোচানা তুলবে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) টিপাই বাঁধ এবং আন্তঃনদী সংযোগ প্রকল্প (যার মাধ্যমে ভারত ব্রহ্মপুত্র নদ থেকে পানি প্রত্যাহার করার পরিকল্পনা করছে) এ উভয় বিষয়ে শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে। জনমত তৈরি করা, সরকারের ওপর চাপ তৈরি করে সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য করার উদ্দেশ্যে সক্রিয় রয়েছে। এর আগে একটি পোষ্টে আমি ২০০৫ সালে অনুষ্ঠিত বাসদের সিলেট-জকিগঞ্জ লংমার্চের কিছু ছবি দিয়েছিলাম। আগামীতে আন্তঃনদী সংযোগ প্রকল্পের বিরুদ্ধে ২০০৬ সালে অনুষ্ঠিত লংমার্চের ছবি দেয়ার চেষ্টা করব।
এছাড়া ইতোমধ্যে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে বাসদের উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ, মিছিল, সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ। গত ৩ জুন চারটি জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা প্রশাসকের মাধ্যেম প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি পালিত হয়েছ।
এখন আপাতত সবাইকে আগামী ৬ জুন সিলেটে টিপাই বাঁধের প্রতিবাদে অনুষ্ঠিতব্য জনসভা এবং ৭ জুন মতবিনিময় সভার দাওয়াত দিতে চাই।
জনসভা
৬ জুন '০৯ বিকাল ৩টা
নগর ভবন পয়েন্ট, সিলেট।
প্রধান বক্তা
কমরেড খালেকুজ্জামান
আহ্বায়ক, বাসদ
বক্তা : কমরেড বজলুর রশীদ ফিরোজ
মতবিনিময় সভা
৭ জুন '০৯ বিকাল ৪টা
জাতীয় শিক্ষা কেন্দ্র (সোলেমান হল সংলগ্ন)
দরগা গেইট, সিলেট
প্রধান আলোচক
কমরেড খালেকুজ্জামান
এখানে ২০০৪ সালের ২২ ডিসেম্বর সিলেটে টিপাইবাঁধের বিরুদ্ধে সিলেট জেলা বাসদের একটি মিছিলের ছবি দেওয়া হল।
লংমার্চের লিংক
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।